নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম

আসরের শুরুতে টানা দুই ড্রয়ের পর ঘুরে দাঁড়ানো ভারতের বিপক্ষে ফাইনালে পাত্তাই পেল না নেপাল। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা দলটিকে সহজেই হারিয়ে প্রতিযোগিতাটিতে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2021, 05:32 PM
Updated : 16 Oct 2021, 05:32 PM

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে শনিবার শিরোপা লড়াইয়ে ৩-০ জিতেছে রেকর্ড চ্যাম্পিয়নরা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুই মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত।

৪৯তম মিনিটে হেডে দলকে এগিয়ে নেন তারকা ফরোয়ার্ড সুনিল ছেত্রি। আসরে এটি তার পঞ্চম গোল। আন্তর্জাতিক ফুটবলে তার গোল হলো ৮০টি।

পরের মিনিটেই দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন সুরেশ সিং। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে গোলের দিকে না তাকিয়েই প্রথম ছোঁয়ায় দুর্দান্ত কোনাকুনি শটে গোলটি করেন তিনি।

আর যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকটি চমৎকার গোলে শিরোপা নিশ্চিত করেন সাহাল আব্দুল সামাদ। ডি-বক্সে দুজনকে কাটিয়ে ডান পায়ের শটে গোলটি করেন তিনি।