যে কোনো কিছু হতে পারে, এমবাপেকে নিয়ে পচেত্তিনো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2021 05:55 PM BdST Updated: 14 Oct 2021 05:55 PM BdST
-
পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো (ডানে) ও ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফাইল ছবি
কী হবে কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ? আগামী মৌসুমে তিনি পিএসজিতেই থাকবেন নাকি নতুন ঠিকানা বেছে নেবেন? পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো বললেন, হতে পারে যে কোনো কিছুই। তবে ফরাসি ফরোয়ার্ডকে ধরে রাখতে সম্ভাব্য সবকিছুই করবে প্যারিসের দলটি।
অনেক দিন ধরেই এমবাপেকে দলে ভেড়ানোর চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। দলবদলের গত উইন্ডোতে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে পেতে বড় অঙ্কের একের পর এক প্রস্তাব দেয় ইউরোপের সফলতম দলটি। কিন্তু এর কোনোটিই গ্রহণ করেনি পিএসজি।
স্পেন ও ফ্রান্সের কয়েকটি সংবাদমাধ্যমে গত অগাস্টে বলা হয়েছিল, ২২ বছর বয়সী এমবাপেকে পেতে প্রথম দফায় ১৬ কোটি এবং পরে ১৮ কোটি ইউরোর প্রস্তাব দেয় রিয়াল। দলবদলের শেষ দিনে ২০ কোটি ইউরো দিতেও নাকি রাজি ছিল তারা। কিন্তু পরিবর্তন আনতে পারেনি পিএসজির ভাবনায়।
আগামী জুনে লিগ ওয়ানের দলটির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগে ১ জানুয়ারি থেকে নতুন ঠিকানা ঠিক করে নিতে পারবেন তিনি। পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো বলেছেন, যে কোনো মূল্যে তারকা এই ফুটবলারকে প্যারিসেই রাখতে চান তারা।
তবে পচেত্তিনোর কথায় কিছুটা আশাবাদী হতে পারে রিয়ালের সমর্থকরা। সম্প্রতি রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ বলেন, এমবাপের বিষয়ে সবকিছু উন্মুক্ত।
“এমবাপে ভালো আছে...সে খুব মিশুক ও শান্ত একটা ছেলে। সবকিছু সম্পর্কে নিজের ভাবনায় সে পরিষ্কার এবং ফুটবল ভালোবাসে। ২২ বছর বয়সের তুলনায় সে খুব পরিণত। যে সিদ্ধান্ত নেওয়া দরকার, কিলিয়ান তা নেবে এবং ক্লাব তাকে ধরে রাখার জন্য সবকিছু করবে। কারণ, আমরা ২২ বছর বয়সী বিশ্বের সেরা খেলোয়াড়দের একজনকে নিয়ে কথা বলছি।”
“এমবাপের বিষয়ে সবকিছু উন্মুক্ত এবং ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে। কয়েক মাস আগের অবস্থান ভবিষ্যতে পরিবর্তন হতে পারে। ক্লাব হিসেবে পিএসজির অবশ্যই তাকে রাজি করানোর এবং প্রস্তাব দেওয়ার পরিকল্পনা ও সামর্থ্য আছে, যাতে সে এখানে থাকে এবং সুখে থাকতে পারে। তার মন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।”
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১