করোনাভাইরাসে আক্রান্ত মিলানের এরনঁদেজ

ব্যস্ত সূচি সামনে রেখে বড় ধাক্কা খেয়েছে এসি মিলান। জাতীয় দল থেকে ক্লাবে ফেরার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার থিও এরনঁদেজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2021, 01:00 PM
Updated : 13 Oct 2021, 01:00 PM

স্থানীয় স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে সেরি আর ক্লাবটি বুধবার এক বিবৃতিতে জানায়, ২৪ বছর বয়সী এই ফুটবলার ভালো আছেন।

ইতালিতে উয়েফা নেশন্স লিগের ফাইনালসে ফ্রান্সের দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এরনঁদেজ। সেমি-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে শেষ দিকে করেছিলেন জয়সূচক গোল। আর স্পেনের বিপক্ষে ফাইনালে দলের ২-১ ব্যবধানে জয়ের দিনে কিলিয়ান এমবাপের জয়সূচক গোলে অ্যাসিস্ট করেন তিনি।

এই মৌসুমে মিলানের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন এরনঁদেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে তিনি খেলেছেন ৯ ম্যাচ।

সেরি আয় দ্বিতীয় স্থানে থাকা মিলান পরের দুই ম্যাচে হেল্লাস ভেরোনা ও বোলোনিয়ার বিপক্ষে খেলবে। এই দুই ম্যাচের মাঝে তারা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে পোর্তোর।