ওমানে হৃদয়ের দারুণ পথচলা থামল কোয়ার্টার-ফাইনালে

ওমানের মাসকটে হওয়া ডব্লিউটিটি ইয়ুথ কনটেন্ডার প্রতিযোগিতায় দারুণ জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিলেন মোহুতাসিন আহমেদ হৃদয়। কিন্তু সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে পেরে ওঠেননি এই তরুণ টেবিল টেনিস খেলোয়াড়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2021, 07:20 PM
Updated : 12 Oct 2021, 07:20 PM

কোয়ার্টার-ফাইনালে প্রতিযোগিতার শীর্ষ বাছাই পায়েস জৈনের বিপক্ষে ৩-০ সেটে হেরে যান হৃদয়। ভারতের প্রতিযোগীর বিপক্ষে প্রথম সেটে ১১-৭ ব্যবধানে হারের পরের দুই সেটে দারুণ লড়াই করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হার মানেন ১১-৯, ১২-১০ ব্যবধানে।

স্বাগতিক ওমানের মাশাল আল-শাহিকে একই ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিলেন হৃদয়। তিন সেটের লড়াইয়ে তিনি জিতেছিলেন ১১-১, ১১-২ ও ১১-৯ ব্যবধানে।

অনূর্ধ্ব-১৯ দলের এই ইভেন্টে গ্রুপ পর্বে হৃদয় শ্রীলঙ্কার প্রতিযোগীর বিপক্ষে ৩-১ সেটে এবং কাতারের প্রতিযোগীর বিপক্ষে ৩-২ সেটে জিতেন। ৩-১ সেটে হেরে যান সিরিয়ার ও জাজার বিপক্ষে।

এ ইভেন্টে অংশ নেওয়া বাংলাদেশের আরেক প্রতিযোগী রামহিম লিয়ান বমের পথচলা থামে গ্রুপ পর্বে। দুই ম্যাচের দুটিতেই হেরে ছিটকে যান তিনি।