শাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় শাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে গত এপ্রিলে দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2021, 11:43 AM
Updated : 12 Oct 2021, 11:52 AM

মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

ফিফা জানিয়েছে, দেশটির সরকার শাদিয়ান ফুটবল ফেডারেশনের (এফটিএফএ) ক্ষমতা ফিরিয়ে দেওয়ায় এবং জাতীয় ফুটবল ব্যবস্থাপনা কমিটি গঠনের সিদ্ধান্ত প্রত্যাহার করায় শাদের ওপর স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে।

শাদিয়ান কর্তৃপক্ষ ও এফটিএফএ-এর মধ্যে চলমান আলোচনা অনুসরণ করার জন্য ফিফা ও কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) শীঘ্রই এন'জামেনায় একটি যৌথ মিশন পরিচালনা করবে।

চলতি বছরের শুরুতে ক্রীড়া মন্ত্রণালয় ও ফুটবল ফেডারেশনের মধ্যে বিবাদের পর সরকারি আদেশের মাধ্যমে খেলাধুলা পরিচালনার জন্য একটি নতুন কমিটি গঠনের নেতৃত্ব দেয়। এর প্রেক্ষিতে শাদকে আফ্রিকান কাপ অফ নেশন্স থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।

শাদের ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শাদিয়ান কর্তৃপক্ষ, ফিফা ও সিএএফের মধ্যে বিভিন্ন আলোচনার পর তাদের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।