বেলজিয়ামকে হারিয়ে তৃতীয় ইতালি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2021 08:57 PM BdST Updated: 10 Oct 2021 09:44 PM BdST
স্পেনের বিপক্ষে হারের ধাক্কা সামলে জয়ে ফিরেছে ইতালি। বেলজিয়ামকে হারিয়ে উয়েফা নেশন্স লিগে তৃতীয় হয়েছে রবের্তো মানচিনির দল।
তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
নিকোলা বারেল্লা ইতালিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান দোমেনিকো বেরার্দি। শেষ দিকে একটি গোল শোধ করেন চার্লস ডে কেটেলায়েরে।
বেলজিয়াম জিততেও পারত, কিন্তু তাদের তিনটি প্রচেষ্টা ক্রসবার কিংবা পোস্টে লাগে।
বল দখলে পিছিয়ে থাকা ইতালি গোলের জন্য ১২টি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর বেলজিয়ামের ১৩ শটের চারটি লক্ষ্যে ছিল।
সেমি-ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছিল ইতালি। তাতে থেমে যায় তাদের বিশ্ব রেকর্ড ৩৭ ম্যাচের অপরাজেয় যাত্রা। শেষ চারের আরেক ম্যাচে ফ্রান্সের বিপক্ষে দুই গোলে এগিয়ে যাওয়ার পর তিনটি হজম করে ৩-২ ব্যবধানে হেরেছিল বেলজিয়াম।

শুরুতে বল দখলে দুই দল সমানে-সমান থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। অষ্টাদশ মিনিটে দারুণ সেভ করে জাল অক্ষত রাখেন থিবো কোর্তোয়া। আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে বেরার্দির শট বেলজিয়ামের ডিফেন্ডার জেসন দেনায়ের পায়ে লেগে জালে জড়াতে যাচ্ছিল। বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলরক্ষক।
২৫তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি বেলজিয়াম। মিচি বাতসুয়াইয়ের পাস ডি-বক্সের সামনে খুঁজে পায় আলেক্সিস সায়েলেমায়েকারর্সকে। এসি মিলানের এই মিডফিল্ডারের শট লাগে ক্রসবারে।
বিরতির আগে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ফেদেরিকো চিয়েসা। মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের বাইরে পান তিনি। সামনে একমাত্র বাধা গোলরক্ষক। বক্সে ঢুকে তার শট এগিয়ে আসা কোর্তোয়ার পায়ে লেগে বাইরে দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ইতালির সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান বারেল্লা। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি বেলজিয়াম। ২০ গজ দূর থেকে জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলানের মিডফিল্ডার।

চার মিনিট পরই সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন বেরার্দি। ডি-বক্সে চিয়েসা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইতালি।
৮১তম মিনিটে ইয়ানিক কারাসকোর শট পোস্টে লাগে। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ব্যবধান কমায় বেলজিয়াম। কোর্তোয়ার লম্বা করে বাড়ানো বল ধরে ডে ব্রুইনে পাস দেন ডে কেটেলায়েরেকে। এগিয়ে আসা জানলুইজি দোন্নারুমার দুই পায়ের ফাঁক দিয়ে জালে বল পাঠান দ্বিতীয়ার্ধে বদলি নামা এই মিডফিল্ডার।
মিলানের সান সিরোয় রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
টিভি সূচি (বৃহস্পতিবার, ১৯ মে ২০২২)
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর