বেনফিকার সভাপতি হলেন রুই কস্তা

পর্তুগালের সাবেক মিডফিল্ডার রুই কস্তা বেনফিকার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2021, 02:46 PM
Updated : 10 Oct 2021, 02:46 PM

ক্লাবের ওয়েবসাইটে রোববার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। ২০২৫ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন কস্তা।

৮৪.৪৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তার বিপক্ষে দাঁড়ানো ফ্রান্সিসকো বেনিতেস পেয়েছেন কেবল ১২.২৪ শতাংশ ভোট।

৪৯ বছর বয়সী কস্তা তার পেশাদার ক্যারিয়ারের শুরুটা করেছিলেন বেনফিকাতেই। এরপর ইতালির দুই ক্লাব এসি মিলান ও ফিওরেন্তিনাতে খেলেন ১২ বছর। সান সিরোর ক্লাবটির হয়ে তার সাফল্যের পাল্লা ছিল বেশি ভারি। মিলানের হয়ে সেরি আ, চ্যাম্পিয়ন্স লিগসহ জেতেন বেশ কয়েকটি বড় শিরোপা।

২০০৬ সালে পর্তুগিজ ক্লাবে ফিরে আসার দুই বছর পর বুটজোড়া তুলে রাখেন কস্তা।

পর্তুগালের হয়ে ১৯৯৩ সালে অভিষেকের পর থেকে ৯২ ম্যাচ খেলে ২৩ গোল করেন এই মিডফিল্ডার। ২০০৪ সালে ঘরের মাটিতে গ্রিসের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১-০ গোলে হারের পর জাতীয় দল থেকে অবসর নেন তিনি।