ভোট থাকলে নেইমার-এমবাপেদের দিতেন মেসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2021 12:38 AM BdST Updated: 10 Oct 2021 01:26 AM BdST
রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর শোভা পাচ্ছে তার অর্জনের শোকেসে। আরেকটির সম্ভাবনাও বেশ জোরালো। বরাবরের মতো এবারও বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে নিজেকে সেরা ভাবছেন না লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার মতে, ২০২১ সালের বর্ষসেরা খেলোয়াড় হওয়ার যোগ্য তার দুই ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে ও নেইমার।
২০২১ সালের এই পুরস্কারের জন্য শুক্রবার ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।
সাংবাদিকদের ভোটে নির্ধারণ করা হবে বিজয়ী। আগামী ২৯ নভেম্বর প্যারিসে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে।
সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে থাকা মেসির নাম। গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে দেশের ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে চার গোল করেন ও সতীর্থদের দিয়ে পাঁচটি করান তিনি।
বার্সেলোনার হয়ে বিদায়ী মৌসুমটা তেমন ভালো না কাটলেও ব্যক্তিগত নৈপুণ্যে মেসি বরাবরের মতোই ছিলেন উজ্জ্বল। লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে রেকর্ড অষ্টমবারের মতো জেতেন পিচিচি ট্রফি। আর কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন তিনি।
এর আগে রেকর্ড ছয়বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী মেসির অর্জনের ঝুলিতে তাই এবার সপ্তম ব্যালন ডি’অর ট্রফি যোগ হওয়ার পক্ষে বাজি ধরার লোকের অভাব নেই।
তবে মেসি নিজে বলছেন নতুন ক্লাব পিএসজির সতীর্থদের কথা। ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোট দেওয়ার সুযোগ থাকলে তিনি কাকে দিতেন-ফ্রান্স ফুটবলে শনিবার প্রকাশিত তার দীর্ঘ সাক্ষাৎকারে এমন এক প্রশ্নের জবাবে তিনি প্রথমেই বলেন নেইমার ও এমবাপের নাম।
“আমার দলের দুই জনকে ভোট দেব-কিলিয়ান ও নেই (নেইমার)। এরপর লেভানদোভস্কি, সে দারুণ একটি বছর কাটিয়েছে। (করিম) বেনজেমাও আছে।”
৩০ বছর বয়সী এই ফুটবলার অবশ্য নিজেকে ফেভারিট ভাবছেন না ঠিকই। তবে বললেন, আরেকবার পুরস্কারটি জিততে পারলে দারুণ হবে।
“আমার মনে হয় না, এবারের ব্যালন ডি’অর জয়ের জন্য আমি ফেভারিট। ফলাফল প্রকাশের আগে এসব বিষয় নিয়ে কথা বলা আমি কখনই পছন্দ করি না। আরেকটি জিততে পারলে দারুণ হবে। এরই মধ্যে একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি জেতাই অসাধারণ ব্যাপার।”
“সাতবার জেতা অবিশ্বাস্য হবে। গত গ্রীষ্মে আমি একটি ট্রফি জিতেছি (কোপা আমেরিকা), যা আগে জিততে পারিনি। যদি আমি আরেকটি ব্যালন ডি'অর জিততে পারি তাহলে খুব খুশি হব। কিন্তু এটা নিয়ে আমি ভাবছি না।”
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
টিভিতে আজ
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- বড় ভাইয়ের মৃত্যু: প্যারোলে মুক্ত হাজী সেলিম