শেষ মুহূর্তের গোলে মোহামেডানকে হারাল আবাহনী

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই জমল না তেমন একটা। যা একটু উত্তাপ ছড়াল রেফারির সিদ্ধান্ত নিয়ে মোহামেডানের আপত্তিতে খেলা সাত মিনিট বন্ধ থাকায়। নিষ্প্রাণ ড্রয়ের দিকে ছুটতে থাকা ম্যাচে প্রাণ ফিরল শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে। মোহামেডানকে হারিয়ে জয়ের ধারায় থাকল আবাহনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2021, 02:33 PM
Updated : 9 Oct 2021, 02:47 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার ক্লাব কাপ হকির ‘এ’ গ্রুপের ম্যাচটি পুস্কর ক্ষিসা মিমোর গোলে ১-০ ব্যবধানে জিতেছে আবাহনী।

গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছিল আবাহনী। অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছিল মোহামেডান।

২০১৮ সালে লিগের সুপার ফাইভে সবশেষ দেখা হয়েছিল দুই দলের। সেবার পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতেছিল আবাহনী। লিগের প্রথম পর্বের দেখায় ২-১ গোলে জিতেছিল মোহামেডান।

প্রথম কোয়ার্টারে মোহামেডানকে চাপে রাখলেও সাফল্য পায়নি আবাহনী। ষষ্ঠ মিনিটে আবাহনীর হাসান যুবায়ের নিলয়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর দুটি পেনাল্টি কর্নার থেকেও মিমো, রোমান সরকার, খোরশেদুর রহমান পারেননি গোল এনে দিতে।

দ্বিতীয় কোয়ার্টারে মোহামেডানের খেলায় কিছুটা উন্নতি হয়। কিন্তু কোনো দলই প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারেনি।

তৃতীয় কোয়ার্টারে (৩৭তম মিনিটে) প্রথম পেনাল্টি কর্নার পায় আবাহনী। রাসেল মাহমুদ জিমির পুশ সারোয়ার হোসেনের স্টপে আশরাফুল ইসলামের হিট বাইরে যায়। প্রতিপক্ষের পায়ে লেগে বল বাইরে গেছে-এ দাবি নিয়ে মোহামেডান পেনাল্টি স্ট্রোকের আবেদন করলে পরিস্থিতি মোড় নেয় অন্য দিকে। মোহামেডানের কয়েকজন খেলোয়াড় মাঠ ছাড়লে খেলা বন্ধ হয়ে যায়। ৭ মিনিট পর খেলা শুরু হয়।

চতুর্থ কোয়ার্টারে দুই দলের খেলায় চেনা আক্রমণের ধার ফেরেনি। ৫০তম মিনিটে মোহামেডানের ভারতীয় খেলোয়াড় আঙ্কুশ ডি-বক্সে ফাঁকায় বল পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি।

শেষ দিকে খোরশেদের হকিস্টিকে আঘাত পেয়ে মোহামেডান অধিনায়ক জিমি টার্ফে লুটিয়ে পড়েন। হলুদ কার্ড পান খোরশেদ।

শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে মাহবুব হোসেনের পুশ নিয়ন্ত্রণে নিয়ে জোরালো হিটে লক্ষ্যভেদ করেন মিমো। জয়ের উৎসবে মাতে আবাহনী।

গ্রুপের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ও অ্যাজাক্স এফসি ১-১ ড্র করেছে। এই ড্রয়ে পয়েন্টের খাতা খুলেছে দুই দলই।