ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েও নর্ম পেলেন না ফাহাদ

শুরুর দুই রাউন্ড জয়ের পর ছন্দ হারালেন। শেষ দুই রাউন্ড জিতলেও তাই ইয়ার লং প্রথম গ্র্যান্ডমাস্টার্স দাবায় প্রত্যাশিত সাফল্য পেলেন না মোহাম্মদ ফাহাদ রহমান। টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছেন চতুর্থ। এক পয়েন্টের জন্য নর্ম পাওয়া হয়নি তার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2021, 03:38 PM
Updated : 7 Oct 2021, 03:39 PM

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মিডিয়া সেন্টারে হওয়া এ প্রতিযোগিতায় বৃহস্পতিবার নবম রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার দ্বীপ সেনগুপ্তাকে হারান ফাহাদ। পাঁচ জয় ও দুই ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ হয়েছেন তিনি।

এক পয়েন্টের জন্য ফাহাদ গ্র্যান্ডমাস্টার নর্ম না পেলেও এ আসরের পারফরম্যান্সে তার রেটিং পয়েন্টে ৪২ বেড়েছে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এ ইভেন্টে তিনজন গ্র্যান্ডমাস্টার, ৬ জন ইন্টারন্যাশনাল মাস্টার ও একজন ফিদে মাস্টারসহ ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ৭ করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ভারতের দুই ইন্টারন্যাশনাল মাস্টার আরণ্যক ঘোষ প্রথম ও নীলেস সাহা দ্বিতীয় হয়েছেন।

ফাহাদের সমান ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় হয়েছেন বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাখাতকো।