দোন্নারুম্মাকে দুয়ো দেওয়ায় ক্ষুব্ধ মানচিনি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2021 10:43 AM BdST Updated: 07 Oct 2021 10:43 AM BdST
-
ম্যাচ হেরে হতাশ জানলুইজি দোন্নারুম্মা। ছবি: রয়টার্স।
-
খেলা নিজেদের মাঠে। অথচ জানলুইজি দোন্নারুম্মার জন্য ঘরের আঙিনাই হয়ে উঠল যেন শত্রুর ডেরা! স্পেনের বিপক্ষে ম্যাচজুড়েই দুয়ো শুনতে হলো ইতালির গোলকিপারকে। মিলানের মাঠে গ্যালারির দর্শকদের এমন আচরণ মানতেই পারছেন না ইতালির কোচ রবের্তো মানচিনি।
নেশন্স লিগের সেমি-ফাইনালে বুধবার এই বিরূপ অভিজ্ঞতার শিকার হতে হয় দোন্মারুম্মাকে। ম্যাচের শুরু থেকে যতবারই বল ধরেন, সান সিরোর গ্যালারি থেকে ধেয়ে আসে দুয়ো। এসবের প্রভাবও পড়ে ২২ বছর বয়সী গোলকিপারের পারফরম্যান্সে। ১৯ মিনিটের সময়ের সেরা গোলকিপারদের একজন বলে বিবেচিত দোন্নারুম্মার হাত থেকে বল ফসকে প্রায় গোলই হয়ে যাচ্ছিল।
ম্যাচে ২-১ গোলে হেরে যায় ইতালি। দেশের হয়ে ৩৭ ম্যাচ খেলে প্রথমবার ২ গোল হজম করেন দোন্নারুম্মা।
দোন্নারুম্মাকে দুয়ো দেওয়ার উৎস বুঝে নিতে সমস্যা হওয়ার কথা নয়। এসি মিলানে প্রায় ছয় বছরের ক্যারিয়ার শেষে নতুন চুক্তিতে সই না করে এবার তিনি যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। এতেই মিলানের সমর্থকদের অনেকের কাছে তিনি নায়ক থেকে হয়ে ওঠেন খলনায়ক।
কিন্তু জাতীয় দলের ম্যাচে দর্শকদের এই আচরণে বিরক্ত কোচ মানচিনি।
“ইতালি খেলছিল এখানে, কোনো ক্লাব ম্যাচ এটি ছিল না। তারা (দর্শক) এক রাতের জন্য সবকিছু পাশে সরিয়ে রাখতে পারত এবং পিএসজি-মিলান ম্যাচ হলে সেখানে এসব করতে পারত। ইতালি তো ইতালি, দেশ তো সবকিছুর ওপরে!।”

“আমি রোমাঞ্চিত… আশা করি সেখানে খুব বেশি কিছু হবে না (নেতিবাচক প্রতিক্রিয়া)। আমি সবসময়ই মিলানের ভক্ত হয়ে থাকব।”
তার সেই আশা পূরণ হলো না। ম্যাচের আগেই অবশ্য আভাস কিছুটা মিলেছিল। ইতালির টিম হোটেলের বাইরে মিলান সমর্থকরা একটি ব্যানার টাঙিয়ে দেয়, যেখানে লেখা ছিল, “তোমাকে মিলানে আর স্বাগত জানানো হবে না দোন্নারুম্মা।”
এই ম্যাচে হেরে থেমে যায় ইতালির রেকর্ড অপরাজেয় যাত্রা। অবশ্য লিওনার্দো বোনুচ্চির লাল কার্ডে ৪২ মিনিটের পর থেকে ১০ জন নিয়ে খেলতে হয় তাদেরকে।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- দেখিয়ে দিতে চান আজার