রেফারিকে ‘হত্যাচেষ্টার’ আসামি ব্রাজিলিয়ান ফুটবলার

দ্বিতীয়ার্ধের খেলা চলছিল তখন। উইলিয়াম রিবেইবোর বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজান রেফারি। তাতেই ক্ষেপে যান এই ফুটবলার। রেফারিকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর মাথায় লাথি মারেন! এই ঘটনায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2021, 03:11 PM
Updated : 6 Oct 2021, 03:11 PM

ব্রাজিলের নিচের স্তরের লিগের একটি ম্যাচে ঘটনাটি ঘটে সোমবার। ক্লাব গুয়ারানির বিপক্ষে দ্বিতীয়ার্ধের চতুর্দশ মিনিটে ওই কাণ্ড ঘটান সাও পাওলো স্পোর্ট ক্লাবের ব্রাজিলিয়ান ফুটবলার রিবেইরো।

মাঠ থেকে রেফারি রদ্রিগোকে নেওয়া হয় হাসপাতালে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরেন তিনি। পরে রিবেইরোর বিরুদ্ধে করা হয় মামলা।

মামলার দায়িত্বে থাকা কর্মকর্তা স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি...খেলোয়াড়টিকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করব। কারণ, মামলার বিষয়ে আমার উপলব্ধি, সে প্রাণঘাতীর ঝুঁকি নিয়েছিল।”

সাও পাওলো স্পোর্ট ক্লাবের ১১৩তম বার্ষিকীতে ঘটেছে এই ঘটনা। এটিকে তারা ‘ক্লাবের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে এবং রিবেইরোকে বরখাস্ত করেছে। তার বিরুদ্ধে আরও কী পদক্ষেপ নেওয়া যায়, সেটিও তারা খতিয়ে দেখছে।

ম্যাচটি গত সোমবার স্থগিত করে দেওয়ার পর পরদিন আবার খেলা হয়। যেখানে ১-০ গোলে জেতে গুয়ারানি।