চোটে ছিটকে গেলেন স্পেনের পেদ্রি ও ইয়োরেন্তে

চোটের কারণে নেশন্স লিগ ফাইনালসের স্পেন দল থেকে ছিটকে গেছেন বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি ও আতলেতিকো মাদ্রিদের মার্কোস ইয়োরেন্তে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2021, 03:06 PM
Updated : 3 Oct 2021, 03:08 PM

চোট কাটিয়ে সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন পেদ্রি। এরপর ঊরুর চোটে লা লিগায় আতলেতিকোর বিপক্ষে খেলতে পারেননি তিনি। তার জায়গায় স্পেন দলে ডাক পেয়েছেন সেল্তা ভিগোর মিডফিল্ডার বারিস মেনদেস।

বার্সেলোনার বিপক্ষে শনিবার আতলেতিকোর ২-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন মিডফিল্ডার ইয়োরেন্তে। এই ম্যাচেই ঊরুতে চোট পান তিনি। তার পরিবর্তে দলে এসেছেন টটেনহ্যাম হটস্পারে খেলা স্পেনের অনূর্ধ্ব-২১ দলের সদস্য ব্রায়ান গিল।

গত বৃহস্পতিবার ২৩ জনের দল ঘোষণা করেছিলেন স্পেন কোচ লুইস এনরিকে। এবারও দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়।

নেশন্স লিগের শিরোপা লড়াইয়ে ওঠার ম্যাচে আগামী বুধবার মিলানে স্বাগতিক ইতালির মুখোমুখি হবে স্পেন।

পরদিন তুরিনে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বেলজিয়াম ও ফ্রান্স। দুই সেমি-ফাইনালের বিজয়ী লড়বে আগামী ১০ অক্টোবরের ফাইনালে।