ইউরোপের সফলতম ক্লাবের হয়ে নিজের শেষ ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি স্ট্রাইকার।
ইম্মোবিলের জায়গায় ইউভেন্তুস স্ট্রাইকার মইজে কিনকে শনিবার দলে ডেকেছেন কোচ রবের্তো মানচিনি। এদিন সেরি আয় তোরিনোর বিপক্ষে খেলার কথা রয়েছে কিনের।
ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার প্রথম সেমি-ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইতালি। পরদিন দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে বেলজিয়াম ও ফ্রান্স। দুই সেমি-ফাইনালের বিজয়ী লড়বে আগামী ১০ অক্টোবরের ফাইনালে।
ফাইনালের দিনই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।