দলে ‘ভারসাম্যের ঘাটতি’ দেখছেন কুমান

মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই, ডাগআউটে রোনাল্ড কুমানের অবস্থান নড়বড়ে। এমন নাজুক পরিস্থিতির মধ্যে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। কঠিন চ্যালেঞ্জের আগে দলের বর্তমান অবস্থা নিয়ে অকপটে কথা বললেন এই ডাচ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2021, 06:02 PM
Updated : 1 Oct 2021, 06:02 PM

লা লিগায় শনিবার আতলেতিকোর মাঠে খেলতে যাবে বার্সেলোনা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে আছে কুমানের দল। এক ম্যাচ বেশি খেলা দিয়েগো সিমেওনের আতলেতিকো ১৪ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে ৩-০ গোলে উড়ে যায় বার্সেলোনা। লিওনেল মেসি, অতোঁয়ান গ্রিজমানের মতো নির্ভরযোগ্য তারকার বিদায়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতাতেই ভুগছে দলটি। আতলেতিকো ম্যাচের আগে কুমানও মেনে দিলেন দলের ভারসাম্যের ঘাটতি থাকার বিষয়টি।

“এ মুহূর্তে আমাদের দলে ভারসাম্যের ঘাটতি রয়েছে। আক্রমণভাগের খেলোয়াড়দের ফিটনেস ফিরছে। তবে আমরা ফিনিশিংয়ে যথেষ্ট নিখুঁত নই। এক শট থেকেই আতলেতিকো একটা গোল করতে সক্ষম। আর আমরা গোলে চারটি শট নিয়ে গোল করতে পারছি না। এটা অনেক বড় পার্থক্য।”

চারদিকের গুঞ্জন পাত্তা না দিলেও কোচ হিসেবে কুমানের অবস্থা বুঝতে পারছেন সিমেওনে। বার্সেলোনা কোচের প্রতি সমবেদনা ঝরল আতলেতিকো কোচের কণ্ঠে।

“আমি গুজবের খবর পড়ি না। কুমান তার অনেক বৈশিষ্ট্য দেখিয়েছে এবং আমি তার সর্বোচ্চ শুভকামনা জানাই। আমরা সবাই নিজেদের অবস্থা নিয়ে চিন্তিত।”

“আমি জানি, তিনি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছেন। আমরা কোচরা সবাই তাকে সম্মান করি এবং আগামীতেও তাকে সম্মান করব আমি।”