এই গোল শুধু আমার নয়, দলের সবার: তপু
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2021 08:38 PM BdST Updated: 01 Oct 2021 08:38 PM BdST
গোলের দায়িত্ব আক্রমণভাগ থেকে ডিফেন্ডারদেরও দিতে চাই-সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুসন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার তপু বর্মন কোচের চাওয়া পূরণ করেছেন। বাংলাদেশও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে করেছে শুভসূচনা।
মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে শুক্রবার ১-০ গোলে জিতে বাংলাদেশ। ৫৭তম মিনিটে স্পট কিকে পার্থক্য গড়ে দেন তপু।
ম্যাচ জুড়ে পাসিং ফুটবলের পসরা মেলে ধরলেও আক্রমণে তেমন একটা ধারাল ছিল না বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের হ্যান্ডবলের সুবাদে পাওয়া সুযোগটি কাজে লাগান তপু। দলও পুরো ৩ পয়েন্ট প্রাপ্তির উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে।
রক্ষণ সামলানো মূল দায়িত্ব হলেও তপু গোল করেন মাঝেমধ্যেই। গত জুনে ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ফিরতি লেগে আফগানিস্তানের বিপক্ষে ১-১ ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচে পিছিয়ে পড়া দলকে শেষ দিকে সমতায় ফিরিয়েছিলেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার গোলের কৃতিত্ব দিলেন পুরো দলকে। শ্রীলঙ্কা ম্যাচের চেয়ে আফগানিস্তানের বিপক্ষে করা গোলটিকে এগিয়ে রাখার কথাও বলেন তিনি।
“এই গোল শুধু আমার নয়; দলের সবার। দল খুবই ভালো খেলেছে। চমৎকার একটা গোল করতে পেরে আমি খুশি। দলকে সাহায্য করার চেষ্টা চালিয়ে যাব। সবসময় কোচের নির্দেশনা অনুযায়ী খেলি। এটা আমার সেরা গোল নয়, বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে করা গোলটি আমার সেরা।”
প্রত্যাশিত জয়ে ২০০৩ সালের পর সাফের শিরোপা ফিরে পাওয়ার মিশন শুরু করতে পেরে দারুণ খুশি তপু। আগামী সোমবার সাফের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি।
“আমরা জয়ে শুরু পেতে চেয়েছিলাম, সেটা পেয়েছি বলে ভালো লাগছে। পরের ম্যাচ খেলব ভারতের বিপক্ষে। এর আগে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য আমরা কিছুটা সময় পাব।”
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল