তিন মাসের জন্য মাঠের বাইরে গ্রানিত জাকা

হাঁটুর লিগামেন্টের চোটে তিন মাসের জন্য ছিটকে গেছেন আর্সেনাল মিডফিল্ডার গ্রানিত জাকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2021, 01:36 PM
Updated : 29 Sept 2021, 01:36 PM

বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে লন্ডনের ক্লাবটি। চোট বেশ গুরুতর হলেও এই সুইস মিডফিল্ডারের অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।

গত রোববার প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে আর্সেনালের ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে লুকাস মউরার চ্যালেঞ্জে আঘাত পান জাকা। পরে ৮২তম মিনিটে তাকে তুলে নেন কোচ।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। সম্প্রতি ক্লাবের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন জাকা।

লিগে আগামী শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে আর্সেনাল। ছয় ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে মিকেল আর্তেতার দল।