চোট কাটিয়ে জাতীয় দলে ফিরলেন ইব্রা

তার সমসাময়িক ফুটবলারদের প্রায় সবাই তুলে রেখেছেন বুট জোড়া। এখনও দিব্যি খেলে চলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। স্রেফ ক্লাব ফুটবলে খেলছেন না, জাতীয় দলেও জায়গা করে নিচ্ছেন। ৪০ ছুঁইছুঁই এই স্ট্রাইকারকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন সুইডেনের কোচ ইয়ান আন্দেরসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2021, 01:37 PM
Updated : 28 Sept 2021, 01:37 PM

অবসরের পাঁচ বছর পর গত মে মাসে জাতীয় দলে ফেরেন ইব্রাহিমোভিচ। এরপর দেশের হয়ে খেলেন দুটি ম্যাচ। গত মে মাসে সেরি আয় ইউভেন্তুসের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পান এসি মিলানের এই স্ট্রাইকার। চার মাস মাঠের বাইরে থাকায় খেলতে পারেননি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

সেপ্টেম্বরের শুরুতে মিলানের হয়ে আবার তিনি ফেরেন মাঠে। এসেই দারুণ গোল করে জানান দেন, এখনও আছেন ছন্দেই।

আগামী ৩ অক্টোবর ৪০ বছর পূর্ণ হবে ইব্রাহিমোভিচের। তবে সুইডের সর্বোচ্চ গোলদাতার পারফরম্যান্সে এখনও রয়েছে আগের মতোই ধার। সেটা মাথায় রেখেই কসোভো ও গ্রিসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের দলে তাকে রেখেছেন কোচ আন্দেরসন।

“আমি তাকে দলে রেখেছি কারণ, আমার আশা ও বিশ্বাস, সে মাঠে দলের হয়ে অবদান রাখতে পারবে। তার চোটের সমস্যা আছে, তবে এটা সেরে উঠছে।”

আগামী ৯ অক্টোবর কসোভোর বিপক্ষে খেলবে সুইডেন। গ্রিসের বিপক্ষে ম্যাচ ১৩ অক্টোবর।

ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে দুই নম্বরে আছে সুইডেন। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন।