নেইমার-এমবাপের বিভেদের গুঞ্জন উড়িয়ে দিলেন কোচ
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2021 12:04 PM BdST Updated: 28 Sep 2021 12:04 PM BdST
একটি পাস না দেওয়া, একটু অসন্তুষ্টির প্রকাশ আর অনেক বিতর্ক। দিন দুয়েক ধরেই ফ্রান্সের সংবাদমাধ্যম সরগরম নেইমার ও কিলিয়ান এমবাপের সম্পর্কের অবনতি ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে। তবে মাওরিসিও পচেত্তিনো সেসব খবরকে পাত্তাই দিলেন না। পিএসজির কোচ বললেন, মাঠের একটি স্বাভাবিক ঘটনার পর তিলকে তাল বানানো হয়েছে।
সবকিছুর সূত্রপাত ফ্রান্সের লিগ ওয়ানে শনিবার মোঁপিলিয়ের বিপক্ষে পিএসজির ২-০ গোলে জয়ের ম্যাচে। ঘরের মাঠে ম্যাচটির এক পর্যায়ে নেইমারের কাছ থেকে একটি পাস চেয়ে পাননি এমবাপে। মাঠে তখন তাকে অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়।
পরে দুজনের শীতল সম্পর্ক ও মানসিক লড়াইয়ের নানা খবর প্রকাশিত হয় ফরাসি সংবাদমাধ্যমে।
ঘটনা যে আসলে কিছু হয়েছে, তা পচেত্তিনোর কথায়ও ফুটে ওঠে। তবে মাঠে এসবকে স্বাভাবিক বলেই মনে করেন পিএসজি কোচ। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়াইয়ের আগে তিনি বললেন, সবকিছুই এখন স্বাভাবিক।
“তারা দুজনই দারুণ ছেলে। শীর্ষ দুজন খেলোয়াড়ের ভেতর সবসময়ই কিছু একটা থাকে। তারা তুমুল লড়াকু, নিজেরা জিততে চায় এবং দলের অর্জন চায়।”
“আমি ব্যক্তিগতভাবে দুজনের সঙ্গেই কথা বলেছি। তারাও হয়তো পরস্পরের সঙ্গে কথা বলেছে এবং ট্রেনিংয়ে তাদের নিজেদের মধ্যে উপভোগের ছবি দেখা গেছে। অনেক সময় ছোট ঘটনাই বড় ঝড় তোলে কিন্তু এসব আসলে স্রেফ উড়ো কথা।”
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে