সাফের চূড়ান্ত দলে নতুন মুখ হৃদয়
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2021 08:40 PM BdST Updated: 27 Sep 2021 08:41 PM BdST
প্রাথমিক দল ঘোষণার ছয় ঘণ্টা পর ডাক পেয়েছিলেন মোহাম্মদ হৃদয়। আবাহনী লিমিটেডের এই তরুণ মিডফিল্ডার টিকে গেলেন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অস্কার ব্রুসনের দেওয়া ২৩ জনের চূড়ান্ত দলে।
দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এর আগের দিন দল চূড়ান্ত করেন অন্তর্বর্তীকালীন কোচ ব্রুসন। দলে একমাত্র নতুন মুখ হৃদয়।
তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ ও প্রথম বিভাগ হয়ে ২০১৮-১৯ মৌসুমে আবাহনীতে যোগ দেন হৃদয়। খেলেছেন জাতীয় বয়সভিত্তিক দলে।
গত মার্চে বাংলাদেশের পাসপোর্ট পেলেও ফিফা ও এএফসির ছাড়পত্র না পাওয়ায় কিংসের হয়ে এএফসি কাপে খেলতে পারেননি কিংসলে। ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড একই কারণে নেই সাফ চ্যাম্পিয়নশিপেও।
প্রাথমিক দল থেকে কিংসলে ছাড়া বাদ পড়েছেন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ডিফেন্ডার মেহেদী হাসান।
২০০৩ সালের সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ ২০০৫ সালে হয়েছিল রানার্সআপ। এরপর থেকেই শুরু পেছনের দিকে ছুটে চলা। পরের চার আসরেই সঙ্গী হয় গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার বিষাদ।
সাফের ত্রয়োদশ আসরের মাঠের লড়াই শুরু হবে শুক্রবার। সেদিনই নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
২৩ জনের চূড়ান্ত দল: আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, কাজী তারিক রায়হান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, আতিকুর রহমান ফাহাদ, শহিদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, জামাল ভূইয়া, রাকিব হোসেন, রেজাউল করিম, আশরাফুল ইসলাম রানা, সুমন রেজা ও মোহাম্মদ হৃদয়।
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
-
জয়ে নাদালের প্রত্যাবর্তন, শিয়াওতেকের রেকর্ড ‘৩৬’
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে