ড্রয়ের বৃত্ত ভাঙলেন রাজীব

টানা ছয় রাউন্ড ড্র করা এনামুল হোসেন রাজীব অবশেষে ড্রয়ের বৃত্ত ভেঙেছেন। জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবায় বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান করেছেন ড্র।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 05:33 PM
Updated : 26 Sept 2021, 05:33 PM

অষ্টম রাউন্ডের খেলায় রোববার স্বদেশি ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে হারান রাজীব। জয়ে ফিরলেও দুই জয় ও ছয় ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছেন এই গ্র্যান্ডমাস্টার।

এ রাউন্ডে ভারতের ইন্টারন্যাশনাল মাস্টার শ্রিজিত পলের সঙ্গে ড্র করেছেন জিয়া। সাড়ে ৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সপ্তম স্থানে আছেন তিনি।

টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে অষ্টম রাউন্ডে আসা ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান হেরেছেন বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাখাতকোর কাছে। সাড়ে ৪ পয়েন্ট ফাহাদের।

আট রাউন্ড শেষে শিরোপা লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন ভারতের দুই ইন্টারন্যাশনাল মাস্টার। সাড়ে ৬ করে পয়েন্ট মিত্রাভ গুহা ও সংকল্প গুপ্তার।