ড্রয়ের বৃত্তে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার

ড্রয়ের বৃত্তে আগে থেকে বন্দী ছিলেন এনামুল হোসেন রাজীব। জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবায় এবার বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অবস্থাও একই। তবে এ রাউন্ডে জয়ে ফিরেছেন ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2021, 07:12 PM
Updated : 24 Sept 2021, 07:12 PM

ষষ্ঠ রাউন্ডে বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাখাতকোর সঙ্গে ড্র করে জিয়া। টানা তিন ড্র করা এই গ্র্যান্ডমাস্টারের পয়েন্ট ৪।

এ রাউন্ডে স্বদেশি ফিদে মাস্টার শেখ নাসির আহমেদের বিপক্ষে ড্র করেছেন রাজীব। জয়ের শুরুর পর টানা পাঁচ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করা এই গ্র্যান্ডমাস্টারের পয়েন্ট ৩.৫।

আগের রাউন্ডে নাসিরের কাছে হেরে আসা ফাহাদ রহমান ষষ্ঠ রাউন্ডে জিতেছেন স্বদেশি ক্যান্ডিডেট মাস্টার দিহান হাসান সাদনানের বিপক্ষে। রাজীবের মতো ৩.৫ পয়েন্ট ফাহাদের।

ছয় রাউন্ড শেষে ৫ পয়েন্ট ভারতের দুই ইন্টারন্যাশনাল মাস্টার মিত্রাভ গুহ ও সংকল্প গুপ্তার। টানা পাঁচ জয়ের পর ষষ্ঠ রাউন্ডে এসে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছেন মিত্রাভ।