‘ভালোবাসা পেতে হলে এমবাপেকে বিনয়ী হতে হবে’

সময়ের সেরা ফরোয়ার্ডদের একজন তো বটেই, মেসি-রোনালদো পরবর্তী যুগের সেরা ফুটবলারের দৌড়েও অনেকে এগিয়ে রাখেন কিলিয়ান এমবাপেকে। মাঝেমধ্যেই তার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় প্রতিপক্ষ দলের কোচদেরও। তবে এই ফরাসি তারকার আচরণে অসন্তুষ্ট মেসের কোচ ফেদেরিচ। মানুষের ভালোবাসা পেতে এমবাপের আরও বিনয়ী হওয়া উচিত বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2021, 01:07 PM
Updated : 23 Sept 2021, 01:34 PM

মেসের মাঠে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচটিতে ডিফেন্ডার আশরাফ হাকিমির জোড়া গোলে ২-১ গোলে জেতে পিএসজি।

১-১ গোলে সমতায় থাকা ম্যাচে উত্তেজনা ছড়ায় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে, যখন পিএসজির জয়সূচক গোলটি করেন হাকিমি। মেসের গোলরক্ষক আলেকসান্দ্রে ওদিকজাকে রাগান্বিতভাবে এমবাপের দিকে এগিয়ে যেতে দেখা যায়। গোল উদযাপনের সময় তাকে উদ্দেশ্যে করে হয়তো এমন কিছু বলেছিলেন এমবাপে, যাতে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। এই দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে ঢুকে হলুদ কার্ড পান নেইমার।

ম্যাচে এর আগেও একবার এমবাপের সঙ্গে লেগে গিয়েছিল ওদিকজার। গোল কিকের জন্য একটি বল ফেরত না দিয়ে তা জালে জড়ান ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা এমবাপে।

ম্যাচ শেষে মাঠে প্রতিপক্ষের সঙ্গে এমবাপের অমন আচরণের প্রসঙ্গ উঠলে বিরক্তি প্রকাশ পায় ফেদেরিচের কণ্ঠে।

"আমি এমবাপেকে ভালোবাসি, কিন্তু যদি সে ভালোবাসা পেতে চায় তাহলে তাকে অবশ্যই আচরণে পরিবর্তন আনতে হবে। আরও বিনয়ী হলে সে উপকৃত হবে।