মেসিকে ছাড়িয়ে সবচেয়ে বেশি আয় রোনালদোর

অর্থের সাম্রাজ্যে হারানো সিংহাসন ফিরে পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফোর্বস সাময়িকীর এই বছরের সবচেয়ে বেশি আয়ের ফুটবলারদের তালিকায় লিওনেল মেসিকে পেছনে ফেলে শীর্ষে ফিরলেন পর্তুগিজ মহাতারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2021, 10:13 AM
Updated : 23 Sept 2021, 10:24 AM

৩৬ বছর বয়সী রোনালদো গত মাসে ইউভেন্তুস ছেড়ে পুরনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন। গ্রীষ্মের ওই দলবদলেই বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দেন মেসি। 

ফোর্বস সাময়িকীর হিসাবে, ২০২১-২২ মৌসুমে রোনালদো আয় করতে যাচ্ছেন ১২ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে ৭ কোটি ডলার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে প্রাপ্ত বেতন-ভাতা। বাকিটা আসবে এন্ডোর্সমেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি থেকে।

গত বছর রোনালদোকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠেছিলেন মেসি। আর্জেন্টাইন তারকার এবারের সম্ভাব্য আয় সব মিলিয়ে ১১ কোটি ডলার। এর মধ্যে বেতন থেকে সাড়ে ৭ কোটি ডলার ও এন্ডোর্সমেন্ট থেকে সাড়ে ৩ কোটি ডলার।   

তালিকায় তিনে আছেন মেসির পিএসজি সতীর্থ নেইমার। ব্রাজিলিয়ান তারকার আয় সাড়ে ৯ কোটি ডলার। ৪ কোটি ৩০ লাখ ডলার আয় নিয়ে চারে আছেন পিএসজির আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। পাঁচে থাকা লিভারপুলের মোহামেদ সালাহর আয় হবে ৪ কোটি ১০ লাখ ডলার।   

সবচেয়ে বেশি আয়ের ১০ ফুটবলার

ক্রিস্তিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড, পর্তুগাল)

১২ কোটি ৫০ লাখ ডলার

লিওনেল মেসি (পিএসজি, আর্জেন্টিনা)

১১ কোটি ডলার

নেইমার (পিএসজি, ব্রাজিল)

৯ কোটি ৫০ লাখ ডলার

কিলিয়ান এমবাপে (পিএসজি, ফ্রান্স)

৪ কোটি ৩০ লাখ ডলার

মোহামেদ সালাহ (লিভারপুল, মিসর)

৪ কোটি ১০ লাখ ডলার

রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ, পোল্যান্ড)

৩ কোটি ৫০ লাখ ডলার

আন্দ্রেস ইনিয়েস্তা (ভিসেল কুবে, স্পেন)

৩ কোটি ৫০ লাখ ডলার

পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড, ফ্রান্স)

৩ কোটি ৪০ লাখ ডলার

গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ, ওয়েলস)

৩ কোটি ২০ লাখ ডলার

এদেন আজার (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম

২ কোটি ৯০ লাখ ডলার