ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে দিল ওয়েস্ট হ্যাম
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2021 01:41 PM BdST Updated: 23 Sep 2021 01:42 PM BdST
মাত্র তিন দিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে হারের পাল্টা জবাব দিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এই জবাবটা বরং হলো আরও কড়া। উলে গুনার সুলশারের দলকে লিগ কাপ থেকে বিদায়ই করে দিল পূর্ব লন্ডনের ক্লাবটি।
ইংলিশ ফুটবলের তৃতীয় সেরা এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টারের দলটিকে তাদেরই মাঠে হারিয়েছে ওয়েস্ট হ্যাম। ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতের ম্যাচটি তারা জিতেছে ১-০ গোলে।
প্রিমিয়ার লিগে গত রোববার ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেদিন পিছিয়ে পড়ার পর সমতা টেনেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর শেষ দিকে জয়সূচক গোলটি করেছিলেন জেসে লিনগার্ড।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে তারা। ডান দিক থেকে প্রতিপক্ষের দুই জনের মধ্যে দিয়ে রায়ান ফ্রেডেরিকস ডি-বক্সে ঢুকে বাইলাইন থেকে কাটব্যাক করেন। বল ডিফেন্ডার ভিক্টর লিনডেলফের পায়ে লেগে চলে যায় ফাঁকায় দাঁড়ানো মানুয়েল লানসিনির পায়ে। ডান পায়ের নিখুঁত শটে গোলটি করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
দীর্ঘ ১২ মাস পর জালের দেখা পেলেন লানসিসি এবং তা দারুণ এক সময়ে। দলকে যা এনে দিল লিগ কাপের শেষ ষোলোর টিকেট।

২০০৭ সালের পর ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম জয়ের দেখা পেল ওয়েস্ট হ্যাম। ১৪ বছর আগে প্রিমিয়ার লিগের সেই ম্যাচে কার্লোস তেভেসের একমাত্র গোলে জিতেছিল তারা। আর কাপ টুর্নামেন্টে ২০০১ সালের পর প্রথম এই মাঠে জিতল দলটি; সেবার এফএ কাপের ম্যাচে পাওলো দি কানিওর গোলে জিতেছিল ওয়েস্ট হ্যাম।
ম্যানচেস্টার ইউনাইটেড হারলেও প্রত্যাশিত জয়ে পরের ধাপে উঠেছে চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার।
চেলসি টাইব্রেকারে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে এবং টটেনহ্যামও পেনাল্টি শুট আউটে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে। আর আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে তৃতীয় সারির দল উইম্বলডনকে।
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- বৃষ্টি বিরতির পর প্রথম বলেই আউট আফিফ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ