সমালোচনার কাছে হার মানি না: সুয়ারেস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2021 03:40 PM BdST Updated: 22 Sep 2021 03:40 PM BdST
সব প্রতিযোগিতা মিলিয়ে আগের দুই ম্যাচে ড্র, এর সঙ্গে গেতাফের বিপক্ষে হারের শঙ্কা। বেশ চাপেই ছিল আতলেতিকো মাদ্রিদ। দলের প্রয়োজনের সময় জ্বলে উঠলেন লুইস সুয়ারেস। শেষ দিকের জোড়া গোলে দলকে ফেরালেন জয়ে। জানালেন, সমালোচনায় কখনও নুইয়ে পড়েন না তিনি, সব সময়ই লড়াই করে যান নিজের মতো করে।
সময়টা ভালো যাচ্ছিল না সুয়ারেসের। ক্লাব কিংবা জাতীয় দলে ভুগছিলেন গোলের জন্য। সব ধরনের প্রতিযোগিতায় সবশেষ ৬ ম্যাচে তার গোল ছিল কেবল একটি। মঙ্গলবার জোড়ে গোল করে কঠিন সময় পেছনে ফেলার আভস দিলেন লড়াকু এই ফুটবলার।
মাঝে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন সুয়ারেস। দলকে ২-১ গোলের জয় এনে দেওয়ার পর উরুগুয়ের ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার জানালেন, বরাবরই ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস ছিল তার।
“শীর্ষ পর্যায়ের প্রতিটি খেলোয়াড়কে সমালোচনাকে সঙ্গী করেই খেলতে হয়। আমি যা করি তা হলো, হার না মানা। আমি কখনোই সমালোচনার কাছে হেরে যাই না।”
“খেলার যে পরিস্থিতি ছিল তাতে সবমিলিয়ে আমি খুশি। আমরা স্কোরলাইনকে নিজেদের পক্ষে নিয়ে আসতে পেরেছি।”
৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে আতলেতিকো। তবে শিরোপা ধরে রাখতে দল হিসেবে আরও উন্নতির প্রয়োজন দেখছেন সুয়ারেস।
৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। বুধবার মায়োর্কাকে হারালেই শীর্ষে ফিরবে কার্লো আনচেলত্তির দল।
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
-
জাতীয় দলকে অবামেয়াংয়ের বিদায়
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই উৎসব করতে চায় লিভারপুল
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪