এমবাপেকে নিয়ে শঙ্কা ‘কেটে গেছে’

চোট কাটিয়ে লিওঁর বিপক্ষে আসছে লিগ ম্যাচ দিয়েই ফিরতে পারেন কিলিয়ান এমবাপে। ম্যাচের আগে এই ফরোয়ার্ডের খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2021, 05:28 PM
Updated : 18 Sept 2021, 05:53 PM

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে গোড়ালিতে চোট পান এমবাপে। প্রথমার্ধে প্রতিপক্ষের ট্যাকলে চোট পেলেও চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান বিশ্বকাপজয়ী তারকা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আবার আঘাত পাওয়ায় আর পারেননি তিনি।

পচেত্তিনো জানিয়েছেন, চোট কাটিয়ে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। তিনি আশাবাদী, লিওঁর বিপক্ষে ম্যাচে দেখা যাবে এমবাপেকে।

“সে কিছুটা সতর্কভাবে দলের সঙ্গে অনুশীলন করেছে। আমরা তার উন্নতিতে খুশি। আগামীকাল দেখা যাক, সে কী অবস্থায় থাকে।”

ধারণা করা হচ্ছে, এই ম্যাচ দিয়েই পিএসজির ঘরের মাঠ পাক দি ফ্রাঁসে প্রথমবারের মতো একসঙ্গে খেলবেন লিওনেল মেসি ও নেইমার। ক্লাব ব্রুজের বিপক্ষে তারা মাঠে ছিলেন পুরো ৯০ মিনিট।

বাম ঊরুর চোটে মৌসুমের শুরু থেকেই বাইরে থাকা সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সের্হিও রামোস এখনও পুরোপুরি সুস্থ হননি। আন্তর্জাতিক বিরতিতে ইতালির হয়ে খেলার সময় হাঁটুতে চোট পাওয়া মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকে এই ম্যাচেও পাবে না পিএসজি।

ফ্রান্সের শীর্ষ লিগে পাঁচ রাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পচেত্তিনোর দল।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ম্যাচটি।