দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন কোমান

বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার কিংসলে কোমান। সমস্যা সমাধানের জন্য অস্ত্রোপচার করানো হয়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2021, 02:26 PM
Updated : 17 Sept 2021, 02:26 PM

শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দলটির কোচ ইউলিয়ান নাগেলসমান।

গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে বায়ার্নের ৩-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন কোমান। এরপর বৃহস্পতিবার ফরাসি এই মিডফিল্ডারের অস্ত্রোপচার করানো হয়। আগামী সপ্তাহের শেষ দিকে তিনি অনুশীলনে যোগ দিতে পারবেন বলে আশাবাদী নাগেলসমান।

"আগামী মঙ্গলবার সে কার্ডিও অনুশীলন শুরু করবে এবং দেড় বা দুই সপ্তাহের বেশি সময় মাঠের বাইরে থাকবে না। এটা তেমন গুরুতর সমস্যা নয়। অনেকেরই এই সমস্যা আছে। সে এখন ভালো বোধ করছে, কোনো ব্যথা অনুভব করছে না।"

বুন্ডেসলিগায় চার রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে নাগেলসমানের দল। শতভাগ সাফল্যে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভলফসবুর্ক।