র্যাঙ্কিংয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা অপরিবর্তিত, পেছাল ফ্রান্স
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2021 05:02 PM BdST Updated: 16 Sep 2021 05:29 PM BdST
আন্তর্জাতিক ফুটবলের র্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এক ধাপ পিছিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠেছে ইংল্যান্ড। ফ্রান্স নেমে গেছে চার নম্বরে।
এই মাসে ইউরোপ অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচ খেলে একটিতে জেতে ফ্রান্স। ড্র করে অপর দুটি। সেটিরই প্রভাব পড়ল র্যাঙ্কিংয়ে। আর ইংল্যান্ড বাছাইয়ে তিন ম্যাচের দুটি জেতে এবং একটি ড্র করে। প্রায় ৯ বছর পর র্যাঙ্কিংয়ে তিনে উঠল ইংলিশরা।
আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে বাছাইয়ে তিন ম্যাচে শতভাগ সাফল্য পাওয়া বেলজিয়াম। ব্রাজিল আছে দুইয়ে।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই জেতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে তাদের অন্য ম্যাচটি শুরুর পরপরই স্থগিত হয়ে যায়। প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার খেলোয়াড় কোয়ারেন্টিনের নিয়ম ভেঙেছে বলে অভিযোগ এনে মাঠে নেমে পড়েছিল ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা।
আগের মতো পাঁচে আছে ইতালি, ছয়ে আর্জেন্টিনা। সবশেষ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচের দুটিই জেতে।
এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠেছে পর্তুগাল। এক ধাপ পিছিয়ে তাদের পরে আছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন। নবম স্থান ধরে রেখেছে মেক্সিকো। এক ধাপ এগিয়ে দশে উঠেছে ডেনমার্ক।
দুই ধাপ এগিয়েছে জার্মানি, চারবারের বিশ্বকাপ জয়ীরা আছে এখন ১৪ নম্বরে।
আবারও পিছিয়েছে বাংলাদেশ। এক ধাপ নেমে বর্তমানে জেমি ডের দল আছে ১৮৯ নম্বরে।
আগামী ২১ অক্টোবর পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই উৎসব করতে চায় লিভারপুল
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর