পেদ্রি ও আলবাকেও হারাল বার্সেলোনা

আরও লম্বা হলো বার্সেলোনার চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা। সবশেষ বাম ঊরুর চোটে পড়েছেন তরুণ মিডফিল্ডার পেদ্রি। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন অভিজ্ঞ ডিফেন্ডার জর্দি আলবা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2021, 03:57 PM
Updated : 15 Sept 2021, 04:34 PM

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দলের ৩-০ গোলে হারের ম্যাচে পুরোটা সময় খেলেন পেদ্রি।

কাতালান ক্লাবটি বুধবার এক বিবৃতিতে এই দুই খেলোয়াড়ের চোটের বিষয়টি জানায়। তবে কতদিন তাদের মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি।

স্প্যানিশ সাংবাদিক হাভি মিগুয়েল জানিয়েছেন, প্রায় ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ১৮ বছর বয়সী পেদ্রিকে।

আর বায়ার্ন ম্যাচের শুরুর একাদশে নামা আলবাকে ৭৪তম মিনিটে তুলে নেন কোচ রোনাল্ড কুমান। মাঠে কখনোই তাকে স্বচ্ছন্দ মনে হয়নি। পরে কোচ রোনাল্ড কুমান জানান আগের রাতে জ্বরে ভুগেছেন এই লেফট-ব্যাক। তবে খেলোয়াড় সংকটে তাকে মাঠে নামাতে বাধ্য হন কোচ।

বুধবার ক্লাবের ওয়েবসাইটে বলা হয়, ৩২ বছর বয়সী আলবার ডান ঊরুতে হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়েছে।

গত মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলা পেদ্রির বিশ্রাম নিয়ে আলোচনা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এর মাঝেই চোটে পড়লেন এই স্প্যানিয়ার্ড।

আগে থেকেই মাঠের বাইরে আছেন উসমান দেম্বেলে, সের্জিনো দেস্ত, আনসু ফাতি, সের্হিও আগুয়েরো ও মার্টিন ব্রাথওয়েট।

লা লিগায় নিজেদের পরের ম্যাচে আগামী মঙ্গলবার গ্রানাদার মুখোমুখি হবে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সাতে থাকা কুমানের দল।