চোটে বাইরে ভেরাত্তি, স্কোয়াডে মেসি-নেইমার

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কো ভেরাত্তিকে পাচ্ছে না পিএসজি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় সময় বাঁ হাটুতে চোট পেয়েছিলেন এই ইতালিয়ান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2021, 03:10 PM
Updated : 14 Sept 2021, 03:10 PM

আগামী বুধবার ক্লাব ব্রুজের মাঠে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে প্যারিসের দলটি। ম্যাচটির জন্য মঙ্গলবার ২২ সদস্যের দল ঘোষণার সময় ভেরাত্তির না থাকার কারণ জানানো হয়।

কমপক্ষে আগামী ১০ দিন ২৮ বছর বয়সী এই ফুটবলার দলের বাইরে থাকবেন বলেও জানায় লিগ ওয়ানের দলটি।

ফলে আগামী রোববার লিগে লিওঁর বিপক্ষে ম্যাচেও তাকে পাবে না পিএসজি। আগামী ২৮ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও তাকে দলে পাওয়া নিয়ে রয়েছে সংশয়।

পিএসজির অনুশীলনে নেইমার। ছবি: পিএসজি

বেলজিয়ামের ক্লাবটির বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে খেলাতে পারেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। শুরুর একাদশে দেখা যেতে পারে কিলিয়ান এমবাপে ও নেইমারকেও।

এই ম্যাচে আনহেল দি মারিয়াকেও পাবে না পিএসজি। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনালে লাল কার্ড পেয়েছিলেন এই আর্জেন্টাইন।

দলে নেই সের্হিও রামোসও। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক আছেন চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে।