মাঠে ফিরেই ইব্রাহিমোভিচের গোল

চোট কাটিয়ে চার মাস পর মাঠে ফিরেই জালের দেখা পেয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তার দল এসি মিলান সেরি আয় শতভাগ সফল পথচলা ধরে রেখেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2021, 08:48 AM
Updated : 13 Sept 2021, 08:48 AM

ঘরের মাঠে রোববার রাতে সেরি আয় লাৎসিওর বিপক্ষে দলের ২-০ ব্যবধানে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলটি করেন ইব্রাহিমোভিচ। ৪৫তম মিনিটে তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লেয়াওয়ের গোলে এগিয়ে গিয়েছিল মিলান।

গত মে মাসে ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে বাইরে ছিলেন ইব্রাহিমোভিচ। লাৎসিওর বিপক্ষে ৬০তম মিনিটে প্রথম গোলদাতার বদলি নামেন তিনি। মাঠে নামার সাত মিনিট পর কাছ থেকে গোলটি করেন ৩৯ বছর বয়সী সুইডিশ তারকা।

ম্যাচ জুড়ে দারুণ পারফরম্যান্স করে স্তেফানো পিওলির দল। ব্যবধানটা আরও বড় হতে পারতো, তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফ্রাঙ্ক কেসি।

আসরে এখন পর্যন্ত হওয়া তিন রাউন্ডের সবকটিতে জিতেছে এসি মিলান, ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা।

সমান তিনটি করে জেতা রোমা ও নাপোলির পয়েন্টও ৯। রোমা শীর্ষে ও নাপোলি তিন নম্বরে আছে।