মাঠে ফিরেই ইব্রাহিমোভিচের গোল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2021 02:48 PM BdST Updated: 13 Sep 2021 02:48 PM BdST
চোট কাটিয়ে চার মাস পর মাঠে ফিরেই জালের দেখা পেয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তার দল এসি মিলান সেরি আয় শতভাগ সফল পথচলা ধরে রেখেছে।
ঘরের মাঠে রোববার রাতে সেরি আয় লাৎসিওর বিপক্ষে দলের ২-০ ব্যবধানে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলটি করেন ইব্রাহিমোভিচ। ৪৫তম মিনিটে তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লেয়াওয়ের গোলে এগিয়ে গিয়েছিল মিলান।
গত মে মাসে ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে বাইরে ছিলেন ইব্রাহিমোভিচ। লাৎসিওর বিপক্ষে ৬০তম মিনিটে প্রথম গোলদাতার বদলি নামেন তিনি। মাঠে নামার সাত মিনিট পর কাছ থেকে গোলটি করেন ৩৯ বছর বয়সী সুইডিশ তারকা।
ম্যাচ জুড়ে দারুণ পারফরম্যান্স করে স্তেফানো পিওলির দল। ব্যবধানটা আরও বড় হতে পারতো, তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফ্রাঙ্ক কেসি।
আসরে এখন পর্যন্ত হওয়া তিন রাউন্ডের সবকটিতে জিতেছে এসি মিলান, ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা।
সমান তিনটি করে জেতা রোমা ও নাপোলির পয়েন্টও ৯। রোমা শীর্ষে ও নাপোলি তিন নম্বরে আছে।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক