এবার বাফুফের ‘এলিট একাডেমি’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2021 09:06 PM BdST Updated: 12 Sep 2021 09:06 PM BdST
ট্যালেন্ট হান্টের মাধ্যমে বাছাই করা অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ৫১ জন নিয়ে গত অগাস্টেই শুরু হয়েছিল অনুশীলন। সেই ফুটবলারদের নিয়ে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘এলিট ফুটবল একাডেমি’ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল রোববার একাডেমির শুভ উদ্বোধন করেন। এই একাডেমি থেকে ‘ভালো মানের’ ফুটবলার উঠে আসার আশাবাদ জানিয়েছেন তিনি।
“আশা করি, এখান থেকে ভালো মানের ফুটবলার আসবে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাফুফেকে সর্বাত্মক সহায়তা করব।”
বাফুফের এমন উদ্যোগ এবারই প্রথম নয়। ফিফার সহযোগিতায় ২০১৪ সালে অনেক ঢাক-ঢোল পিটিয়ে সিলেট বিকেএসপিতে একাডেমির কার্যক্রম শুরু করেছিল দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। ওই একাডেমির উদ্বোধনে গিয়েছিলেন সরকারের পাঁচ মন্ত্রী। কিন্তু ফিফার ফান্ড বন্ধ হয়ে যাওয়ায় এক বছরের পর সেই একাডেমি আর চলেনি।
২০১৯ সালে বেরাইদেতে ফর্টিস গ্রুপের সঙ্গে একাডেমি করেছিল বাফুফে। অনেক প্রত্যাশা ছিল এই একাডেমি নিয়েও। কিন্তু প্রত্যাশার বেলুন চুপসে যায় কয়েক মাস পরই!
কমলাপুরে ঘটা করে শুরু হওয়া একাডেমি যাদের নিয়ে, সেই ৫১ জনকে নিয়ে গত ১৬ অগাস্ট থেকে চলছিল আবাসিক অনুশীলন। সম্প্রতি এই স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে। তাতে খেলোয়াদের থাকার ব্যবস্থাটুকু হয়েছে। একাডেমির জন্য অপরিহার্য সুইমিং, জিমনেশিয়াম, শিক্ষা কার্যক্রম কোনো কিছুই নেই! তারপরও এই একাডেমি নিয়ে আশাবাদী বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
“এটা নতুন যুগের সূচনা। আমরা জানি, একটা একাডেমি দিয়ে আমরা কিছুই করতে পারব না। চীন গত বছর ৩০০টা একাডেমি করেছে। আমরা চীনের মতো আর্থিকভাবে শক্তিশালী নই। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী দুই বছরের মধ্যে পাঁচ থেকে সাতটি একাডেমি করব।”
“বিশ্বের ৯০ শতাংশ ক্লাবগুলো খেলোয়াড় তৈরির দায়িত্ব নেয়, কিন্তু আমাদের ক্লাবগুলো তা করতে সমর্থ নয়। এ কারণে এই দায়িত্ব আমাদের কাঁধে নিতে হয়েছে।”
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
-
জয়ে নাদালের প্রত্যাবর্তন, শিয়াওতেকের রেকর্ড ‘৩৬’
-
টিভিতে আজ
-
তিতের কাছে ভিনিসিউস ‘২০১৪ সালের নেইমার’
-
ডি ইয়ং বার্সেলোনাতেই থাকতে চায়: কুমান
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ