এবার নাপোলির মাঠে হারল ইউভেন্তুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2021 12:10 AM BdST Updated: 12 Sep 2021 12:47 AM BdST
সেরি আয় ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই যেন বেরিয়ে আসতে পারছে না ইউভেন্তুস। এবার নাপোলির বিপক্ষে হেরে গেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে শনিবার লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে নাপোলি। আলভারো মোরাতা ইউভেন্তুসকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মাত্তেও পলিতানা। শেষ দিকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন কোলিবালি।
ক্রিস্তিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার পর টানা দুই ম্যাচে হারল ইউভেন্তুস। প্রথম রাউন্ডে উদিনেজের বিপক্ষে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ২-২ ড্র করা দলটি পরের ম্যাচে নবাগত এম্পোলির বিপক্ষে ১-০ গোলে হেরেছিল।
গত মৌসুমটাও ইউভেন্তুসের কেটেছিল হতাশায়। ইন্টার মিলানের কাছে শিরোপা খুইয়ে সেরি আয় শেষ হয় তাদের টানা ৯ মৌসুমের আধিপত্য। কোচ আন্দ্রেয়া পিরলোকে বরখাস্ত করে দ্বিতীয় দফায় দলটির দায়িত্ব দেওয়া হয় আল্লেগ্রিকে। ৫৪ বছর বয়সী এই ইতালিয়ানের হাত ধরে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে প্রথম তিন ম্যাচে জয়ের দেখাই মিলল না।
ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করা নাপোলি গোলের জন্য শট নেয় ২৫টি, যার ৬টি লক্ষ্যে। ইউভেন্তুসের ৮ শটের ৪টি লক্ষ্যে ছিল।

৫৭তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। লরেন্সো ইনসিনিয়ের শট ইউভেন্তুস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। কাছ থেকে জাল খুঁজে নেন পলিতানা।
সফরকারীদের ওপর চাপ ধরে রাখা নাপোলি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে পায় জয়সূচক গোলটি। কর্নার থেকে প্রায় আত্মঘাতী গোল করতে বসেছিলেন একটু আগে মোরাতার বদলি নামা মোইজে কিন। তার হেড স্ট্যাসনি ফেরানোর পর কাছ থেকে বল জালে পাঠান কোলিবালি।
তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নেমে গেছে ইউভেন্তুস।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক