সিলভার গোলে ম্যানচেস্টার সিটির জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2021 10:00 PM BdST Updated: 12 Sep 2021 01:16 AM BdST
একের পর এক আক্রমণেও মিলছিল না গোলের দেখা। বিরতির পর দলকে পথ দেখালেন বের্নার্দো সিলভা। লেস্টার সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল ম্যানচেস্টার সিটি।
কিং পাওয়ার স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার বিকেলে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।
হার দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরুর পর ম্যানচেস্টার সিটির টানা তৃতীয় জয় এটি। টটেনহ্যাম হটস্পারের কাছে ১-০ গোলে হারের পর নরিচ সিটির বিপক্ষে ৫-০, এরপর আর্সেনালের বিপক্ষেও ৫-০ গোলে জিতেছিল তারা।
ম্যাচে গোলের জন্য ম্যানচেস্টার সিটির নেওয়া ২৫ শটের ৮টি ছিল লক্ষ্যে। লেস্টারের ৬ শটের একটি লক্ষ্যে।
আন্তর্জাতিক বিরতিতে প্রিমিয়ার লিগের অধিকাংশ দল লাতিন আমেরিকার খেলোয়াড়দের না ছাড়ায় ম্যানচেস্টার সিটির হয়ে গোলরক্ষক এদেরসন ও ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে জাতীয় দলগুলো তাদের অবস্থান থেকে সরে আসায় মাঠে নামেন এই দুই ব্রাজিলিয়ান।

জেসুস, জ্যাক গ্রিলিশ ও বের্নার্দো সিলভার প্রচেষ্টা রুখে দেন লেস্টার গোলরক্ষক কাসপের স্মাইকেল। এই মৌসুমে অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে আসা গ্রিলিশ একবার মারেন উড়িয়ে।
প্রথমার্ধে মাত্র দুটি শট নেওয়া লেস্টার দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত। কিন্তু জেমি ভার্ডির ডি-বক্সে নেওয়া ক্রসে হার্ভে বার্নসের হেড লাগে ক্রসবারে। একটু পর ভার্ডি জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

বাকি সময়ে দুই দলই পেয়েছিল একাধিক সুযোগ। স্বাগতিকদের দুটি প্রচেষ্টা রুখে দেন এদেরসন। শেষ দিকে গ্রিলিশের শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি স্মাইকেল।
৪ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।
আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা রাঙান ক্রিস্তিয়ানো রোনালদো।
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল