আগামী রোববারের ফাইনালে সার্বিয়ান এই তারকার প্রতিপক্ষ প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে থাকা রাশিয়ার দানিল মেদভেদেভ।
নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে শনিবার দ্বিতীয় সেমি-ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন জেভেরেভকে ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২ গেমে হারিয়ে মধুর প্রতিশোধও নেন ৩৪ বছর বয়সী জোকোভিচ।
গত জুলাইয়ে অলিম্পিকে ছেলেদের এককে সোনা জয়ের পথে সেমি-ফাইনালে জোকোভিচকে হারিয়েছিলেন জেভেরেভ।
দিনের প্রথম সেমি-ফাইনালে কানাডার ফেলিক্স ওজি আলিয়াসসিমেকে ৬-৪, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন দুই নম্বর বাছাই মেদভেদেভ। এটি তার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল।
২০১৯ আসরের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল ২৫ বছর বয়সী মেদভেদেভের। আর গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালে হেরেছিলেন জোকোভিচের বিপক্ষে।
এবারও মেদভেদেভকে হারাতে পারলে ছেলেদের এককে প্রথম খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতবেন জোকোভিচ।
ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করার পর দর্শকদের অভিনন্দনের জবাবে দানিল মেদভেদেভ।
আরও এক কীর্তির সামনে এ বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন শিরোপা ঘরে তোলা জোকোভিচ। ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।
ম্যাচটি জেতার জন্য তাই নিজের সবটুকু নিংড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জোকোভিচ।
“আর কেবল এক ম্যাচ বাকি, চলো এটাও সেরে ফেলি। এই ম্যাচের জন্য আমি আমার মন, প্রাণ এবং আমার শরীর ও মাথা পুরোপুরি সপে দেব।”
“সামনের ম্যাচটিকে এমনভাবে নেব যেন এটা আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ।”