ইতিহাস গড়ার এক জয় দূরে জোকোভিচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2021 03:33 PM BdST Updated: 13 Sep 2021 01:57 AM BdST
-
-
ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করার পর দর্শকদের অভিনন্দনের জবাবে দানিল মেদভেদেভ।
আগের তিন রাউন্ডের মতো এবারও হেরে বসলেন প্রথম সেট। একইভাবে ঘুরেও দাঁড়ালেন, ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যামের খুব কাছে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। পাঁচ সেটের লড়াইয়ে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়।
আগামী রোববারের ফাইনালে সার্বিয়ান এই তারকার প্রতিপক্ষ প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে থাকা রাশিয়ার দানিল মেদভেদেভ।
নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে শনিবার দ্বিতীয় সেমি-ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন জেভেরেভকে ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২ গেমে হারিয়ে মধুর প্রতিশোধও নেন ৩৪ বছর বয়সী জোকোভিচ।
গত জুলাইয়ে অলিম্পিকে ছেলেদের এককে সোনা জয়ের পথে সেমি-ফাইনালে জোকোভিচকে হারিয়েছিলেন জেভেরেভ।
দিনের প্রথম সেমি-ফাইনালে কানাডার ফেলিক্স ওজি আলিয়াসসিমেকে ৬-৪, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন দুই নম্বর বাছাই মেদভেদেভ। এটি তার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল।
২০১৯ আসরের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল ২৫ বছর বয়সী মেদভেদেভের। আর গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালে হেরেছিলেন জোকোভিচের বিপক্ষে।
এবারও মেদভেদেভকে হারাতে পারলে ছেলেদের এককে প্রথম খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতবেন জোকোভিচ।

ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করার পর দর্শকদের অভিনন্দনের জবাবে দানিল মেদভেদেভ।
আরও এক কীর্তির সামনে এ বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন শিরোপা ঘরে তোলা জোকোভিচ। ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।
ম্যাচটি জেতার জন্য তাই নিজের সবটুকু নিংড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জোকোভিচ।
“আর কেবল এক ম্যাচ বাকি, চলো এটাও সেরে ফেলি। এই ম্যাচের জন্য আমি আমার মন, প্রাণ এবং আমার শরীর ও মাথা পুরোপুরি সপে দেব।”
“সামনের ম্যাচটিকে এমনভাবে নেব যেন এটা আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ।”
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- বৃষ্টিতে আবার খেলা বন্ধ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ