জাপানে হচ্ছে না ক্লাব বিশ্বকাপ

কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ ক্লাব বিশ্বকাপের স্বাগতিক থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2021, 07:17 PM
Updated : 9 Sept 2021, 07:17 PM

এক বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। ছয় মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে ডিসেম্বরে বার্ষিক এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে টোকিও অলিম্পিকস আয়োজন করে নিজ দেশের মানুষের কাছে প্রবল সমালোচনার মুখে পড়েছিল জাপান। কোভিড-১৯ পরিস্থিতির কারণে আগেভাবেই ক্লাব বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল তারা।

নাজুক করোনাভাইরাস পরিস্থিতির কারণে জাপান সরকার বিভিন্ন রাজ্যে জরুরি অবস্থা বাড়ানোর বিষয়টি ঘোষণা করার দিনেই এমন সিদ্ধান্ত নিল দেশটির ফুটবল সংস্থা।

২০২১ থেকে প্রতিযোগিতাটি চীনে হওয়ার কথা ছিল ২৪টি দল নিয়ে। মহামারীর কারণে তা পিছিয়ে যায় এবং গত বছর জাপানকে আয়োজক হিসেবে বেছে নেয় ফিফা।