নেপালের বিপক্ষে আশা জাগিয়েও পারল না মেয়েরা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2021 07:45 PM BdST Updated: 09 Sep 2021 07:45 PM BdST
লিগে দুর্বল দলের বিপক্ষে ভুরিভুরি গোল করা সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার পারলেন না ছাপ রাখতে। শেষ দিকের গোলে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়েছিলেন তহুরা খাতুন। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলে ফেরাটা তাই হলো নেপালের বিপক্ষে হারের হতাশা দিয়ে।
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। ২০১৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলল গোলাম রব্বানী ছোটনের দল।
বিরাটনগর থেকে কাঠমান্ডু, মাঝে দুই বছরের ব্যবধান-কিন্তু বাংলাদেশের ফলে এলো না কোনো পরিবর্তন। ২০১৯ সালে বিরাটনগরে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছিল দল।
বাংলাদেশকে চাপে রাখা নেপাল এগিয়ে যায় চতুর্দশ মিনিটে। সতীর্থের ফ্রি কিকে হেডে রুপনা চাকমার মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন সবিতা রানা। অবশ্য এ গোলে দায় আছে গোলরক্ষকের। সবিতার সঙ্গে এক ডিফেন্ডার সেঁটে থাকলেও রুপনা পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন। এক ছুটে খুব কাছাকাছি গিয়ে লাফিয়ে উঠলেও পাননি সবিতার হেডের নাগাল।

২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হওয়া গোলের ক্ষেত্রেও একই কাণ্ড করেন রুপনা। মাঝমাঠ থেকে সতীর্থের নিখুঁত থ্রু পাস ধরে বক্সের বাইরে থেকে একটু কোনাকুনি শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন প্রিতি রায়। দুই ডিফেন্ডার শিউলি আজিম ও মাসুরা পারভিন পারেননি নেপালের এই খেলোয়াড়কে পাহারায় রাখতে।
৩৪তম মিনিটে ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। সাবিনার ডিফেন্স চেরা পাস ধরে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের বাইরে শট নেন স্বপ্না।
দ্বিতীয়ার্ধের শুরুতে সানু উম্বুর কাটব্যাকে শট নিয়েছিলেন প্রিতি। বল সোজা আসায় ফিস্ট করে ফেরাতে সমস্যা হয়নি রুপনার।
৮৩তম মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ। বাঁ পায়ের টোকায় বল কিছুটা এগিয়ে নিয়ে বাঁ পায়ে শট নিয়েছিলেন তহুরা খাতুন। এক ডিফেন্ডারের গায়ে লেগে কিছুটা দিক পালে জালে জড়ায় বল।
বাকিটা সময় নেপালের রক্ষণে বেশ চাপ দিলেও সাবিনা, তহুরারা পারেননি সমতায় ফেরা গোল এনে দিতে।
আগামী রোববার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। নেপাল ট্যুর শেষ করে সেখান থেকে উজবেকিস্তানে রওনা দেবে বাংলাদেশ। উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে বাছাইয়ের ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হয়ে বাছাই শেষ হবে ২৫ সেপ্টেম্বর।
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- বৃষ্টি বিরতির পর প্রথম বলেই আউট আফিফ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ