আইসল্যান্ডের মাঠে অনায়াস জয় জার্মানির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2021 02:44 AM BdST Updated: 09 Sep 2021 03:59 AM BdST
আক্রমণের তুলনায় খুব বেশি গোল মেলেনি। অবশ্য একেবারে কমও হয়নি। আইসল্যান্ডের বিপক্ষে দুই অর্ধে দুটি করে গোল করে বিশ্বকাপ বাছাইয়ে আরেকটি অনায়াস জয় তুলে নিয়েছে জার্মানি।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জেতে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের চার গোলদাতা সের্গেই জিনাব্রি, আন্টোনিও রুডিগার, লেরয় সানে ও টিমো ভেরনার।
এই জয়ে গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করল হান্স ফ্লিকের দল।
৭১ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রাখা জার্মানি গোলের জন্য মোট শট নেয় ১৮টি; যার আটটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, চার শটের দুটি লক্ষ্যে রাখলেও আইসল্যান্ড পরাস্ত করতে পারেনি মানুয়েল নয়ারকে।
আগের ম্যাচে আর্মেনিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে আসা জার্মানি এ ম্যাচে জালের দেখা পায় চতুর্থ মিনিটেই। বাঁ দিক থেকে সানের গোলমুখে বাড়ানো ক্রসে নিখুঁত টোকায় বাকি কাজটুকু সারেন জিনাব্রি। আর্মেনিয়ার জালে জোড়া গোল করেছিলেন বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার।
প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। জসুয়া কিমিখের ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন রুডিগার।

যথারীতি দ্বিতীয়ার্ধও শুরু হয় জার্মানির আধিপত্য দিয়ে। ভেরনার, কাই হাভার্টজের দুটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৫৬তম মিনিটে ব্যবধান বাড়ান প্রথম গোলের কারিগর সানে। বক্সের ভেতর থেকে গোরেটস্কার নিখুঁত থ্রু বল ডান দিক দিয়ে ছুটে গিয়ে জোরালো কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি।
৬১তম মিনিটে সতীর্থের আড়াআড়ি ক্রস থেকে উড়িয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করা ভেরনার গোলের দেখা পান শেষ দিকে। হাভার্টজের পাস থেকে লক্ষ্যভেদ করেন চেলসির এই ফরোয়ার্ড। বড় জয় নিশ্চিত হয়ে যায় জার্মানির।
ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জার্মানি। লিখটেনস্টাইনের সঙ্গে ১-১ ড্র করা আর্মেনিয়া তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করা রোমানিয়া ১০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ৯ পয়েন্ট নিয়ে তার পরেই নর্থ মেসিডোনিয়া।
ছয় ম্যাচে চতুর্থ হারের তেতো স্বাদ পাওয়া আইসল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে পঞ্চম। এবং তলানিতে থাকা লিখটেনস্টাইনের পয়েন্ট ১।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন