৫ সেকেন্ডেই পেনাল্টি!

দর্শকরা হয়তো তখন কেবলই নড়েচড়ে বসছে। কিক অফের পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল সিমন এমভুসা পেলেন ডি-বক্সে। এগিয়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন প্রতিপক্ষের গোলরক্ষক। সঙ্গে সঙ্গে রেফারি বাজালেন পেনাল্টির বাঁশি। ম্যাচের বয়স তখন কত? ৫ সেকেন্ড!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2021, 06:20 PM
Updated : 7 Sept 2021, 06:20 PM

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার তাঞ্জানিয়া ও মাদাগাস্কারের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। শুরুতে ওই পেনাল্টি পায় তাঞ্জানিয়া।

সফল স্পট কিকে দলটিকে এগিয়ে নেন অধিনায়ক এরাস্তো। ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ‘জে’ গ্রুপের শীর্ষে ওঠে তাঞ্জানিয়া।

দ্রুততম পেনাল্টির অফিসিয়াল কোনো রেকর্ড অবশ্য নেই। তবে ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানার বিপক্ষে ১০ সেকেন্ডে পেনাল্টি পেয়েছিল মন্টেনেগ্রো। সেটি থেকেই হয়েছিল ওই ম্যাচের একমাত্র গোল।