আজারবাইজানকে উড়িয়ে শীর্ষে ফিরল পর্তুগাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2021 11:58 PM BdST Updated: 08 Sep 2021 12:46 AM BdST
-
-
বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানকে হতাশ করে পর্তুগালের গোল উদযাপন।
ক্রিস্তিয়ানো রোনালদোর অনুপস্থিতি বুঝতে দিলেন না দলের অন্য সদস্যরা। বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানকে সহজেই হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল পর্তুগাল।
ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে মঙ্গলবার বাকু অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ গোলে হারায় পর্তুগাল। প্রথমার্ধে বের্নার্দো সিলভা ও আন্দ্রে সিলভার গোলে এগিয়ে থাকা সফরকারীরা দ্বিতীয়ার্ধে দিয়োগো জটার গোলে ব্যবধান বাড়ায়।
চলতি মাসের প্রথম দিনে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল ফের্নান্দো সান্তোসের দল। ওই ম্যাচে হলুদ কার্ড দেখে ক্রিস্তিয়ানো রোনালদো এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় দল থেকে তাকে ছেড়ে দেন কোচ। এরপর প্রীতি ম্যাচে তারা কাতারকে হারায় ৩-১ গোলে।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে সার্বিয়া। পাঁচ ম্যাচ থেকে কেবল এক পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।
ম্যাচে ৬৮ শতাংশ সময় বলের দখল রেখে গোলের উদ্দেশে ২১টি শট নেয় পর্তুগাল, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে চার শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি আজারবাইজান।
শুরু থেকে আধিপত্য করা পর্তুগাল এগিয়ে যায় ২৬তম মিনিটে। ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো ক্রসে কাছ থেকে বের্নার্দো সিলভার কোনাকুনি ভলি দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানকে হতাশ করে পর্তুগালের গোল উদযাপন।
দুই গোলের মাঝে ভালো একটা সুযোগ পায় স্বাগতিকরা; কিন্তু সতীর্থের পাস ছোট ডি-বক্সের মুখে পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি আজের সালাহলি।
দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়ায় পর্তুগাল। ৫৮তম মিনিটে বের্নার্দো সিলভার বাঁ পায়ের উঁচু শট লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। ৭৩তম মিনিটে আন্দ্রে সিলভার হেড লক্ষ্যে থাকেনি।
৭৫তম মিনিটে মেলে তৃতীয় গোলের দেখা। জোয়াও কানসেলোর ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড জটা।
বাছাইয়ে আর তিন ম্যাচ বাকি আছে পর্তুগালের। আগামী ১২ অক্টোবর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ লুক্সেমবার্গ।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
টিভিতে আজ
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’