৩৮ বছর বয়সে নতুন ক্লাবে রিবেরি

বয়স বাড়ছে, তবুও ফ্রাঙ্ক রিবেরির প্রতি ক্লাবগুলোর আগ্রহের কমতি নেই। ৩৮ বছর বয়সী ফ্রান্সের সাবেক মিডফিল্ডারকে দলে যোগ করেছে সেরি আর ক্লাব সালেরনিতানা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2021, 12:21 PM
Updated : 7 Sept 2021, 12:21 PM

২৩ বছর পর ইতালির শীর্ষ প্রতিযোগিতায় ফেরা দলটির সঙ্গে চুক্তি করার কথা সোমবার নিজের ইনস্টাগ্রামে জানান রিবেরি।

গত মৌসুমে ইতালির আরেকটি দল ফিওরেন্তিনায় খেলেছিলেন রিবেরি। এবার তিনি সালেরনিতানায় যোগ দিলেন এক বছরের চুক্তিতে। এবারের সেরি আয় এখন পর্যন্ত হওয়া দুই রাউন্ডের দুটিতেই হেরেছে দলটি।

সুদীর্ঘ ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন তিনি বায়ার্ন মিউনিখে। দলটির হয়ে ১২ বছর খেলে ৯টি বুন্ডেসলিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন আরও অনেক শিরোপা।

গণমাধ্যমের খবর, সালেরনিতানার সঙ্গে চুক্তি করার আগে রিবেরির জার্মানির সফলতম দলটিতে ফেরা নিয়ে চলছিল আলোচনা।

ফ্রান্সের হয়ে ৮১ ম্যাচ খেলেছেন রিবেরি। ২০০৬ বিশ্বকাপে রানার্স-আপ হওয়া দলের সদস্য ছিলেন তিনি।