পেলের টিউমারের সফল অস্ত্রোপচার

বৃহদান্ত্রে একটি টিউমার অপসারণের জন্য ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের অস্ত্রোপচার হয়েছে। গত ছয় দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2021, 03:12 PM
Updated : 6 Sept 2021, 06:20 PM

৮০ বছর বয়সী পেলে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রোপচারের বিষয়টি জানান।

“আমার বৃহদান্ত্রে টিউমার অপসারণের জন্য গত শনিবার অস্ত্রোপচার করানো হয়। গত সপ্তাহে পরীক্ষা করানোর পর টিউমারটি ধরা পড়েছিল।”

শুভকামনা জানিয়ে বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘দা গ্লোবো’ এর খবর, শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ার পর নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে যান পেলে। তবে তিনি কী ধরনের সমস্যায় ভুগছিলেন, তা প্রকাশ করা হয়নি তখন।

পেলের ম্যানেজার জো ফ্রাগা জানিয়েছিলেন, চিন্তার কোনো কারণ নেই। ধাপে ধাপে কয়েকটি পরীক্ষা করার কথা জানিয়েছিলেন তিনি।

এর আগে তিনি গুরুতর অসুস্থ বলে খবর ছড়িয়ে পড়লে গত মঙ্গলবার পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, তিনি ভালো আছেন।