দাবায় প্রথমবার মেয়েদের লিগ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2021 08:12 PM BdST Updated: 06 Sep 2021 08:12 PM BdST
ছেলেদের দাবা লিগের যাত্রা শুরু সেই ১৯৭৭ সালে। এরপর সময় গড়িয়েছে অনেক, কিন্তু মেয়েদের দাবা লিগ হয়নি শুরু। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মেয়েদের দাবা লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন।
১০ দল নিয়ে আগামী বুধবার থেকে দাবা ফেডারেশনেই শুরু হবে এই প্রতিযোগিতা। দলগুলো হচ্ছে-বাংলাদেশ পুলিশ, শাহিন চেস ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার এবং বসির মেমোরিয়াল চেস ক্লাব।
প্রতিটি দলে সর্বোচ্চ ৬ জন এবং সর্বনিম্ন ৪ জন করে দাবাড়ু থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে মুজিব বর্ষ ১ম মহিলা দাবা লিগ। আসরের পৃষ্ঠপোষকতা করছে আকিজ সিরামিকস।
চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্সআপ দল ৩০ হাজার এবং তৃতীয় স্থান পাওয়া দলকে ২০ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক বোর্ডের পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের বোর্ড পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে ফেডারেশন।
মেয়েদের দাবা লিগ শুরু হওয়াটা তাদের দাবার ক্লাব পর্যায়ের পেশাদার পর্বে যাত্রা শুরু বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন দাবার বিচারক হারুন অর রশিদ। দেশি-বিদেশি টুর্নামেন্টে দায়িত্ব পালন করা রশিদ রোমন্থন করলেন পুরানো স্মৃতিও।
“১৯৭৭ সালে প্রথম লিগ শুরু হয়েছিল। সেবার মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছিল। তখন এসব অবকাঠামো ছিল না। ধরুন, মোহামেডান-ব্রাদার্সের ম্যাচ এবং সেটি হচ্ছে মোহামেডান বা ব্রাদার্স ক্লাবে। ১৯৮০ সালের লিগ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে।”
“দেরিতে হলেও এতদিন পর শুধু মেয়েদের জন্য দাবা লিগ হওয়াটা খুবই ইতিবাচক দিক। প্রতিটি দলে কমপক্ষে চার জন করে খেলোয়াড় থাকবে, ফলে অনেকের আগ্রহ বাড়বে, দাবাড়ুরা পারিশ্রমিক পাবে। ক্লাব পর্যায়েও একটা পেশাদার কাঠামো দাঁড়িয়ে যাবে; সব মিলিয়ে এটা খুবই ইতিবাচক দিক।”
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি