কিরগিজস্তান ম্যাচে দলে পরিবর্তনের ইঙ্গিত জেমির

টুর্নামেন্ট শুরুর আগেই জেমি ডে ইঙ্গিত দিয়েছিলেন সবাইকে সুযোগ দেওয়ার। সে পথেই হাঁটছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। কিরগিজস্তান ম্যাচের দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন জেমি। জাতীয় দলের মিডফিল্ডার রাকিব হোসেন আত্মবিশ্বাসী কণ্ঠে দিয়েছেন, দ্বিতীয় ম্যাচে আরও ভালো খেলার প্রত্যয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2021, 01:31 PM
Updated : 6 Sept 2021, 01:31 PM

ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে গত রোববার কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে ফিলিস্তিনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারে বাংলাদেশ।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে স্বাগতিক কিরগিজস্তানের মুখোমুখি হবে দল। ফিলিস্তিনকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল কিরগিজস্তান।

দুই ম্যাচের মাঝে বিরতি মাত্র এক দিনের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জেমিও জানালেন এই অল্প সময়ে গুছিয়ে নেওয়া কঠিন।

“আমরা জানতাম ফিলিস্তিনের বিপক্ষে কঠিন ম্যাচ হবে। ফিলিস্তিন ও আমাদের র‌্যাঙ্কিং ব্যবধান অনেক বেশি; সেহেতু এটাই হওয়ার কথা ছিল। কঠিন ম্যাচ হওয়া সত্ত্বেও ছেলেরা অনেক ভালো খেলেছে।”

“খুব কম সময়ের ব্যবধানে আরেকটি ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে; এটা অনেক কষ্টসাধ্য। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু খেলোয়াড় হয়তো বদলি করতে হবে। পরবর্তী গেমের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আশা করি আমরা ভালো করতে পারব।”

সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে ২০১৫ সালে কিরগিজস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম লেগে ৩-১ গোলে হারের পর ফিরতি লেগে ২-০ ব্যবধানে হেরেছিল দল।

ফিলিস্তিন ম্যাচে ভালো খেলে কোচের প্রশংসা পেয়েছেন রাকিব হোসেন। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৮তম) চেয়ে ৮৭ ধাপ এগিয়ে থাকা কিরগিজস্তানের খেলোয়াড়দের ‘মুভমেন্ট, রানিং ও প্রেসিং’কে সমীহ করার কথা জানিয়েছেন তিনি।

“ফিলিস্তিনের বিপক্ষে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আগামীকাল (মঙ্গলবার) আরও ভালো খেলার চেষ্টা করব। কোচ আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, যদি তার পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরা ভালো কিছু করতে পারব। মুভমেন্ট, রানিং ও প্রেসিংয়ে কিরগিজস্তান ভালো। আমাদের শক্তিশালী দিক, আমাদের গতি।”