১৭ বছর বয়সেই না ফেরার দেশে ইউভেন্তুস খেলোয়াড়

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে পেরে উঠলেন না ব্রায়ান দোদিয়েন। ১৭ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ইউভেন্তুসের একাডেমির এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2021, 02:03 PM
Updated : 5 Sept 2021, 02:15 PM

ব্রায়ানের মারা যাওয়ার খবরটি ইউভেন্তুস শনিবার রাতে জানায়। ছোট্ট বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাবটির সাবেক ফুটবলার পল পগবা।

২০১৫ সালে তখন ১২ বছর বয়সী ব্রায়ানের শরীরে ক্যান্সার ধরা পড়ে। সেই সময়ে ইউভেন্তুসে খেলা ফরাসি মিডফিল্ডার পগবা একটি গোল উৎসর্গ করেছিলেন ব্রায়ানের নামে। পগবার সাদা গেঞ্জিতে লেখা ছিল: ‘আমি তোমার পাশে আছি, ব্রায়ান।’

ব্রায়ান দোদিয়েনের মৃত্যুতে শোক জানিয়ে এই ছবিটি টুইটারে পোস্ট করেছেন পল পগবা।

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের মাঝেই ২০১৯ সালে মাঠে ফিরেছিলেন ব্রায়ান। তখন তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন পগবা।

ব্রায়ানের মৃত্যুতে এক টুইটে শোক প্রকাশ করেছেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা পগবা।

“খুব কষ্টের খবর। আমার সমবেদনা ও প্রার্থনা তোমার সকল ঘনিষ্ঠজনের প্রতি। ভালোবাসার কাউকে হরানো কখনোই সহজ নয়, আমি কখনোই তোমাকে ভুলব না।”

“তুমি কঠিন লড়াই করেছো, তুমি ছিলে লড়াকু, সবার জন্য একটা উদাহরণ। বিদায়, ছোট্ট বন্ধু আমার। রেস্ট ইন পিস ব্রায়ান, তোমাকে সবাই মিস করবে।”