পরের দুই ম্যাচেও স্যানচোকে পাচ্ছে না ইংল্যান্ড

বিশ্বকাপ বাছাইয়ে অ্যান্ডোরা ও পোল্যান্ডের বিপক্ষেও ম্যানচেস্টার ইউনাইডেট উইঙ্গার জেডন স্যানচোকে দলে পাচ্ছে না ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2021, 01:02 PM
Updated : 4 Sept 2021, 01:03 PM

অনুশীলনে চোট পাওয়ায় গত বৃহস্পতিবার হাঙ্গেরির বিপক্ষে ইংল্যান্ডের ৪-০ গোলে জয় পাওয়া ম্যাচে দলে ছিলেন না ২১ বছর বয়সী এই ফুটবলার।

এক বিবৃতিতে শনিবার স্যানচোর চোটের বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড। ক্লাবে ফিরে গেছেন তিনি।

আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ১১ সেপ্টেম্বর নিউক্যাসল ইউনাইডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের আগেই স্যানচো সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ জানানো হয়েছে।

কদিন আগে শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলে সাত কোটি ৩০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ওল্ড ট্রাফোর্ডের দলটিতে যোগ দেন স্যানচো। এবারের প্রিমিয়ার লিগে ইউনাইটেডের প্রথম তিন ম্যাচেই খেলেছেন তিনি।

স্যানচোর পরিবর্তে স্কোয়াডে কাউকে যোগ করেননি ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।

প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে এভারটনের ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে ঊরুর চোটে পড়ায় ডমিনিক ক্যালভার্ট-লুইনও জাতীয় দলে খেলতে পারছেন না।

চার ম্যাচে শতভাগ জয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ড রোববার ঘরের মাঠে খেলবে অ্যান্ডোরার বিপক্ষে। তিন দিন পর তাদের প্রতিপক্ষ স্বাগতিক পোল্যান্ড।