ফিলিস্তিনের বিপক্ষে লড়তে প্রস্তুত: জামাল

পাঁচ দিনের অনুশীলনে দল গুছিয়ে নিয়েছে অনেকটা। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। প্রতিপক্ষ শক্তিশালী ফিলিস্তিন। অধিনায়ক জামাল ভূইয়াও সমীহ করছেন প্রতিপক্ষকে। প্রত্যয়ী কণ্ঠে প্রতিশ্রুতিও দিলেন লড়াইয়ের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2021, 09:07 AM
Updated : 4 Sept 2021, 09:07 AM

কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল। স্বাগতিক কিরগিজস্তানের ঘাম ছুটিয়ে দিয়ে প্রথম ম্যাচ ১-০ গোলে হেরেছিল ফিলিস্তিন।

বঙ্গবন্ধু গোল্ড কাপে ফিলিস্তিনের বিপক্ষে দুইবার দেখা হয়েছিল বাংলাদেশের। দুইবারই সঙ্গী হয়েছিল হারের বিষাদ। ২০১৮ সালে কক্সবাজার জেলা স্টেডিয়ামে সেমি-ফাইনালে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দুই বছর পর গ্রুপ পর্বের লড়াইয়েও জেমির দল হেরেছিল একই ব্যবধানে।

আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সামনে রেখে কিরগিজস্তানে এই তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ। তিন জাতি টুর্নামেন্ট হলেও দল চারটি। প্রতিযোগিতায় অপর দুটি দল হলো কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল ও ফিলিস্তিন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক জামালও জানালেন সাফের প্রস্তুতিই মূখ্য তাদের কাছে। কিরগিজস্তান-ফিলিস্তিন ম্যাচ দেখার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লড়াকু ফুটবল খেলার প্রতিশ্রুতিও দিলেন এই মিডফিল্ডার।

“ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে আমরা যে ম্যাচগুলো খেলব, সেগুলো আগামী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য খেলব। সাফের জন্য হাতে ‍খুব বেশি সময় নেই। একমাসেরও কম সময় রয়েছে। তাই এই সময় খুব মূল্যবান। ট্যাকটিকস নিয়ে কাজ করতে হবে, কোন জায়গায় উন্নতি করতে হবে,সেটা দেখতে হবে। সবাই ফিট আছে; প্রস্তুত আছে। গত কয়েকটা দিন (প্রস্তুতি) আসলেই ভালো ছিল। ফিলিস্তিনের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত আমরা।”

“আগামীকাল ফিলিস্তিনের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। এরই মধ্যে আমরা কিরগিজস্তানের বিপক্ষে ওদের ম্যাচ দেখেছি। ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জেনেছি। এসব নিয়ে কোচের সঙ্গে আলাপ করেছি আমরা। কিভাবে নিজেদের খেলা খেলতে হবে, সেটা ঠিক করেছি। নতুন কৌশলে খেলার চেষ্টা করব আমরা। যদি এটা ভালো হয়, তাহলে চালিয়ে যাব।”