‘ঐতিহাসিক’ অর্জনের আনন্দ ব্রাজিলের

সেরা একাদশ সাজাতে কিছুটা বেগ পেতে হয়েছে। গোল পেতেও কষ্ট হয়েছে অনেক। তবে ঠিকই চিলিকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে জয়যাত্রা ধরে রেখেছে ব্রাজিল। টানা সাত ম্যাচ জিতে তিতের দল গড়েছে ইতিহাস। এভেরতন-ওয়েভেরতেনরাও ভাসছেন ‘ঐতিহাসিক’ অর্জনের আনন্দে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2021, 12:24 PM
Updated : 3 Sept 2021, 12:24 PM

চিলির মাঠে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ১-০ গোলে জিতে ব্রাজিল। ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি দ্বিতীয়ার্ধে বদলি নেমে করেন এভেরতন রিভেইরা। নিজেদের ইতিহাসে এই প্রথম বিশ্বকাপ বাছাইয়ে শুরুর সাত ম্যাচের সবগুলো জয়ের কৃতিত্ব দেখাল ব্রাজিল।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে লাতিন আমেরিকার খেলোয়াড়দের ছাড়েনি ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। প্রথম পছন্দের চার খেলোয়াড়সহ মোট ৯ জনকে পাননি তিতে। এমন টানাপোড়েনের ম্যাচে ৬৪তম মিনিটে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন এভেরতন।

সাত ম্যাচে শতভাগ সাফল্যে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল বাছাইয়ে আগামী রোববার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। শুক্রবার সকালে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারানো আর্জেন্টিনা ১৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। এভেরতনের লক্ষ্য মেসি-দি মারিয়াদের হারিয়ে ‘আটে আট’ করা।

“টানা সাত জয় ঐতিহাসিক। এখন আমরা আশা করি, এই জয়কে আটে আট করার।”

প্রতিপক্ষের আক্রমণভাগে আছে সময়ের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। যদিও ভেনেজুয়েলা ম্যাচে গোল পাননি আর্জেন্টিনা অধিনায়ক; তবে ঠিকই সতর্ক ব্রাজিল গোলরক্ষক ওয়েভেরতন।

“কঠিন লড়াইয়ের ম্যাচ হবে এটা। তাই এখন আমরা নিজেদের ফের গুছিয়ে নিতে এবং প্রস্তুত করতে বিশ্রাম নিব। তিতে (কোচ) আমাদের যথাযথভাবে প্রস্তুত করবেন; এটা একটা ডার্বি এবং সত্যিই কঠিন একটা ম্যাচ এবং আমাদের আশা আরও একটা ম্যাচ জেতা। এটাই লক্ষ্য আমাদের।”

গত ১০ জুলাই ঘরের মাঠে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল ব্রাজিলের। সেই কষ্টে এবার কিছুটা হলেও প্রলেপ দেওয়ার লক্ষ্য থাকবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়রদের।