২৮ বছর পর বিশ্বকাপ বাছাইয়ে স্পেনের হার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2021 02:47 AM BdST Updated: 03 Sep 2021 04:10 AM BdST
বিশ্বকাপ বাছাইপর্বে হারের স্বাদ ভুলতে বসেছিল স্পেন। প্রায় তিন দশক পর সেই তেতো স্বাদ আবার পেতে হলো তাদের। শুরুতে গোল খেয়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিল সুইডেন।
স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় বৃহস্পতিবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে প্রথম পাঁচ মিনিটে দুই দলই পায় জালের দেখা। শেষ পর্যন্ত ২-১ গোলে জেতে সুইডেন।
অভিষিক্ত কার্লোস সলের স্পেনকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান আলেক্সান্দার ইসাক। আর জয়সূচক গোলটি করেন ভিক্টর ক্লাসেন।
স্পেন এর আগে সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে হেরেছিল ১৯৯৩ সালের মার্চে, কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে। মাঝে তারা অপরাজিত ছিল টানা ৬৬ ম্যাচে (৫২ জয় ও ১৪ ড্র)।

গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সেমি-ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে হারের পর প্রথম ম্যাচ খেলল স্পেন। ওই টুর্নামেন্টে গ্রুপ পর্বে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।
জাতীয় দলের হয়ে অভিষেকে চতুর্থ মিনিটেই জালের দেখা পান সলের। জর্দি আলবার ক্রসে দূরের পোস্টে হাফ ভলিতে দলকে এগিয়ে নেন ভালেন্সিয়ার ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার।
পরের মিনিটেই সমতায় ফেরে সুইডেন। ডি-বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন ইসাক। এই গোলে অবশ্য যথেষ্ট দায় আছে সলের ও সের্হিও বুসকেতসের।
একাদশ মিনিটে ভালো একটি সুযোগ পান আলভারো মোরাতা। তবে উড়িয়ে মেরে হতাশ করেন ইউভেন্তুস ফরোয়ার্ড। পরে খেলার গতি কমে আসে কিছুটা। প্রথমার্ধে আর খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ডান দিক থেকে ছয় গজ বক্সে দারুণ নিচু ক্রস বাড়ান সেসার আসপিলিকুয়েতা। ফেররান তরেসের ফ্লিক দারুণ দক্ষতায় ঠেকান সুইডিশ গোলরক্ষক রবিন ওলসেন।
৫৫তম মিনিটে ডি-বক্সে এরিক গার্সিয়ার হাতে বল লাগলে পেনাল্টির জোরালো আবেদন করে সুইডেন। তবে রেফারির সাড়া মেলেনি। পরক্ষণেই এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে দেজান কুলুসেভস্কির বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ক্লাসেন।

তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে সুইডেন। এক ম্যাচ বেশি খেলে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে স্পেন।
আরেক ম্যাচে জর্জিয়াকে ১-০ গোলে হারানো কসোভো তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে। দুই ম্যাচে গ্রিসের পয়েন্ট ২, চার ম্যাচে জর্জিয়ার ১ পয়েন্ট।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন